পাঞ্জাবে কৃষকদের ওপর লাঠিচার্জ পুলিশের, আহত ৭ কৃষক, FIR দায়ের, শাসকের চরিত্র কি বদলায় না!

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শাসকের রঙ বদলায় শাসকের চরিত্র বদলায় না! পাঞ্জাবে বিপুল জন সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মাত্র কয়েকদিন হল সরকার গঠিত হয়েছে। তার মধ্যেই কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ফলে আহত ৭ প্রতিবাদী কৃষক।

farmers injured in lathicharge in punjab
পাঞ্জাবের লম্বি-তে পুলিশের লাঠিচার্জে আহত বিকেউ-সদস্য কৃষক, ছবিঃ জাগরন.কম

কৃষকদের অপরাধ তুলা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার ক্ষতিপূরণ দীর্ঘ দিন ধরে বকেয়া রয়েছে। সেই ক্ষতিপূরণের টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন তুলা চাষিরা। মুক্তসার জেলার লম্বি-তে তহশিল দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিকেইউ -কৃষক ইউনিয়নের নেতা কর্মীরা। অভিযোগ, তাঁরা আধিকারিকদের ঘেরাও করেন বকেয়া ক্ষতিপূরণের দাবিতে। এরপরে ঘটনায় হস্তক্ষেপ করে পাঞ্জাব পুলিশ। নির্বিচারে লাঠি চার্জ করা হয় কৃষকদের ওপর।

পুলিশের লাঠি চালানোয় আহত হয়েছেন ৭ কৃষক। শুধু তাই নয় বিকেইউ-এর সদস্য ১০ জন কৃষকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তার মধ্যে রয়েছেন গুরুপাল সিং সিংঘেওয়ালা, হরপাল সিং কিলিয়ানওয়ালি, ভুপিন্দর সিং চান্নু, দেবিন্দর সিং মান, কালা সিং সাঙ্ঘেওয়ালা, কালা সিং পুরানখুরাদ, জগদীপ সিং খুড্ডিয়ান, রামপাল সিং গগর ও মনিন্দর সিং স্রান। এরা সকলেই বিকেইউ-এর সদস্য। এছাড়া আরও ১০০ জনের বেশি অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেও পাঞ্জাব পুলিশ দায়ের করেছে এফআইআর।

আরও পড়ুনঃ মোদী জামানায় দৈনিক অন্তত ১০০ কোটি টাকা জালিয়াতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে, আরবিআই রিপোর্টে প্রকাশ

পুলিশি অত্যাচারের প্রতিবাদে তহশিল দপ্তরের বাইরে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসেছেন কৃষকেরা, অন্যদিকে তহশিল দপ্তরের আধিকারিকরা ধর্মঘটে সামিল হয়েছেন তাঁদের নিরাপত্তার দাবিতে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান দ্রুত আলোচনায় বসবেন সরকারি আধিকারিক ও কৃষকদের সঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here