নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পাঁচ শতক জমির দখল নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষের ঘটনায় জখম হল উভয় পক্ষের মহিলা সহ সাত জন।
শনিবার সকালে পুখুরিয়া থানার সম্বলপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।গুরুতর জখম আবস্থায় সাত জনকে মালদা মেডিকেলে নিয়ে আসে পরিবারের লোকেরা। এক জনের আবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতায় রেফার করা হয়।
উভয়পক্ষ পুখুরিয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,জখম সাত জন হল নূর হোসেন, মতিউর রহমান ও আতিয়া বিবি ও অপর পক্ষের হল আব্দুল কায়েম, মহম্মদ সারেদুল ইসলাম ও সাকুয়া বিবি সহ আরো এক জন।
আরও পড়ুনঃ জমি বিবাদে তুতো ভাইকে কোপানোর অভিযোগ
জানা গিয়েছে,নূর হোসেন ও আব্দুল কায়েম দুই ভাই।বাবা সেকেন্দা কাজি গত কয়েক বছর আগে মারা গিয়েছে। তার দুইটি বিয়ে। দুই পক্ষের দুই ছেলে নূর হোসেন ও আব্দুল কায়েমের মধ্যে পাঁচ শতক জমির দখল নিয়ে বিবাদ চলছে বেশ কিছুদিন থেকে। গ্রাম্য সালিশি থেকে থানায় অভিযোগ পর্যন্ত হয়।
শনিবার সকালে ওই জমিতে সীমানা প্রাচীল দিচ্ছিল নূর হোসেন।বাধা দেয় আব্দুল কায়েম ও তার পরিবারের লোকজন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
লাঠি হাঁশুয়া নিয়ে একে অপরের উপর হামলা চালায়। গুরুতর জখম হয় মহিলা সহ উভয় পক্ষের সাত জন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের মালদা মেডিকেলে পাঠালে নূর হোসেনকে কলকাতা রেফার করেন চিকিৎসকেরা।
ঘটনায় পুখুরিয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584