নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ রায়গড় জেলার আলিবাগের কিছুটা দক্ষিণে মুরুদ এবং রেভদান্দার মাঝে স্থলভূমিতে আছড়ে পড়ে নিসর্গ। গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১২০-১৪০ কিমি।

পরবর্তী কয়েক ঘণ্টায় অবশ্য হাওয়ার বেগ অনেকটাই কমে গিয়েছে এবং হালকা বৃষ্টি হচ্ছে।প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপড়ে গিয়েছে কমপক্ষে ৮৫ টি বড় গাছ। প্রায় ১১ টি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে।

তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি। অপর উপকূলবর্তী জেলা রত্নাগিরিও লণ্ডভণ্ড করে দিয়েছে নিসর্গ। ঘূর্ণিঝড় নিসর্গের দাপটে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় আহত হয়েছেন চারজন। মুম্বাইয়ে আরও তিনজন।
আরও পড়ুনঃ ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’: হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট


জানা গিয়েছে প্রবল শক্তি নিয়ে এই ঝড় উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ায় এই জেলার দাপোলি এবং মদনগড় তেহশিলে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পাওয়া মাত্রই ক্ষতির মাত্রা পর্যালোচনা করে আর্থিক সাহায্য করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী উদয় সামান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584