রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
জমির উপর দিয়ে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ হয় দুই পরিবারের মধ্যে।বিবাদ শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে।জখম হয় ৭জন।বুধবার বিকাল ৫ টা নাগাদ ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের ব্যাঙা সেখের জমির উপর দিয়ে মাঠে গরু চরিয়ে বাড়ি ফিরছিলেন ঐ গ্রামের ই বাসিন্দা পেস্তার সেখ।
হঠাৎ পেস্তার সেখের উপর অতর্কিত ভাবে হামলা করে আব্দুর রব (ব্যাঙা)।ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পেস্তার সেখের বাড়ি লোকজন ও আব্দুর রবের বাড়ির লোকজন এবং দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।জখম হন দুই পক্ষের মোট ৭ জন।
আরও পড়ুনঃ সিতাইয়ে বিজেপির আদি-নব্য গোষ্ঠীর কোন্দল,আহত ৪
স্থানীয় সুত্রে জানা যায় পেস্তার সেখের পরিবারের এক মহিলা সহ ৫ জন জখম হয়,তাদের মধ্যে গুরুতর জখম হন ২জন।জখম হয়েছেন পেস্তার সেখ পরিবারের -ইরফান সেখ,ঝন্টু সেখ,মেহের সেখ, মোমিন সেখ ও রুসমিহার বিবি।
অপর দিকে ব্যাঙা সেখ জখম হয়েছেন।ঘটনায় আহত ব্যাক্তিদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।যদিও এখনো পর্যন্ত ভরতপুর থানায় দুই পক্ষের কেউ অভিযোগ জমা করেন নি বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584