মনিরুল হক,কোচবিহারঃ
ফের বিজেপি-তৃনমূল কংগ্রেস সংঘর্ষে আহত প্রায় ৭ জন বিজেপি কর্মী-সমর্থক। ঘটনাটি ঘটেছে বুধবার দেওয়ানহাট বাজার চত্বরে। ওই ঘটনার পর স্থানীয় আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ওই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ, বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক রাতের বেলা দেওয়ানহাট বাজার চত্বরে নিশীথ প্রামাণিকের পোস্টার ও দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপি কর্মী সমর্থকদের মারধোর করতে শুরু করে। সেই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়। তাঁরা বর্তমানে কোচবিহার এম জে এন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রধান লিপিকা ভৌমিক রায় জানান, ওই ঘটনা সম্পর্কের আমাদের জানা নেই। তবে এটুকু বলতে পারি তাদের দলের বর্তমান দুইটি গোষ্ঠী দিলিপ গোষ্ঠী ও মুকুল গোষ্ঠী। রাতের অন্ধকারে তাদের দলের পতাকা লাগানোর পর নিজেদের মধ্যে হয়তো ভাগাভাগি নিয়ে কমবেশি হয়েছিল। তাঁরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি তৃণমূল কংগ্রেসের বদনাম করে প্রচারে আসতে চাইছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584