নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে ফের ৫ বিএসএফ জওয়ান সহ ৭ জনের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলল। করোনা সংক্রমণ অব্যাহত পুরাতন মালদহে। বুধবার পুরাতন মালদহে নতুন করে সাতজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমিতের মধ্যে একজন পুরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বাকি ছয়জনের বাড়ি মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে। এর মধ্যে বিএসএফ ক্যাম্পের পাঁচজন জওয়ান রয়েছেন। তাঁরা ৪৪ নম্বর ব্যাটালিয়নে কর্মরত বলে জানা গিয়েছে। মঙ্গলবাড়ির আরও এক ব্যক্তির সংক্রমণ ধরা পড়েছে। মালদহে করোনা সংক্রমণের হার বেড়ে চলায় লকডাউন কড়া করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়ের মধ্যেই শহরের বাজার উঠে গিয়েছে।
আরও পড়ুনঃ রাস্তায় ফাঁকা রান্নার গ্যাস সিলিন্ডার রেখে, উনুনে ডিম সিদ্ধ বিধায়িকার
পুলিশের পক্ষ থেকে মাইকে লকডাউনের বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে অনুরোধ করা হচ্ছে। যদিও শহরের একাংশের মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কোন হুঁশ নেই বলে অভিযোগ। পুলিশকে ফাঁকি দিয়েই তাঁরা জমায়েত হচ্ছেন। পুলিশ এই জমায়েত বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। মালদহের দুটি পুরসভা এলাকার যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584