নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আরও ৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শুক্রবার এই ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬।
নতুন আক্রান্তদের মধ্যে একজন ইংরেজবাজার, একজন পুরাতন মালদহ, হরিশ্চন্দ্রপুরের একজন, মানিকচকের একজন এবং কালিয়াচকের তিনজন রয়েছেন। প্রত্যেকেই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি তাঁরা ফিরে এসেছেন মালদহে। তাঁরা নিজ নিজ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় থাকা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই রিপোর্টে এদিন ৭ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
আরও পড়ুনঃ মালদহে সড়ক পথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালুর দাবি ব্যবসায়ীদের
জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ৭ আক্রান্তকে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে। এর আগে জেলার ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584