হরষিত সিং, মালদহঃ
কালী পুজোর আগের রাতে প্রায় চোদ্দ হাজার টাকার বোর্ড মানি সহ ১৭ জন জুয়ারিকে গ্রেফতার করল পুলিশ।সোমবার গভীর রাতে মালদা থানার সাহাপুর পঞ্চায়েতের বিমলদাস কলোনী এলাকায় একটি আম বাগান থেকে ধৃতদের গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার ধৃত জুয়ারিদের মালদা জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ।
আসন্ন কালি পুজো ও দীপাবলি উপলক্ষে এলাকার বেআইনি কার্যকলাপ বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদহ জেলা পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ অভিযান।কালী পুজোর একদিন আগে সোমবার গভীর রাতে মালদা থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সাহাপুর পঞ্চায়েতের তিন নম্বর বিমল দাস কলোনি এলাকায় একটি আম বাগানে হানা দেয়।সেখানে এক গোপন ডেরায় জুয়ার আসরে আচমকা হানা দিয়ে ১৭ জন জুয়ারীকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে উদ্ধার হয় বোর্ড মানি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকাবাসীর অভিযোগ ছিল অবৈধভাবে এলাকায় জুয়া খেলা চলে।সেই মত এদিন রাতে মালদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই জুয়ার আসরে হানা দেয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত জুয়াড়িদের প্রত্যেকের বাড়ি সাহাপুর এলাকাতেই।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চোদ্দ হাজার টাকার বোর্ড মানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584