নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
অবিভক্ত মেদিনীপুরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার আস্তাড়ার প্রত্যাশা গেষ্ট হাউসে। পাশাপাশি এদিন সংগঠনের উদ্যোগে জন্মদিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হন। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা হয়।
সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা।সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন ড.মৌসম মজুমদার। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক সুজন বেরা। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিংকু চক্রবর্তী। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ শুভ্রজ্যোতি মুখার্জি। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন ১১ জন প্রতিনিধি।
এদিনের সভায় সংগঠনের বিগত দিনের গৃহীত কর্মসূচির বিচার-বিশ্লেষণ ও আগামীদিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এদিনের সভায় বিগত দু’বছরের মনোনীত সেরা সেরা সদস্য-সদস্যাদের পুরস্কৃত করা হয়।সেরা সদস্য-সদস্যা হিসেবে পুরস্কৃত হন শুভঙ্কর ভূঞ্যা(২ বার), আলোক মাইতি ও সুতপা বসু। ক্যান্সার রোগীদের জন্য চুল দানের জন্য সম্মানিত হন সংস্থার সদস্যা পায়েল পাল।
আরও পড়ুনঃ বৃষ্টি বাড়ার আশঙ্কায় দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি লাল সতর্কতা
পাশাপাশি এদিন সংগঠনের উদ্যোগে আয়োজিত পরিবেশ সচেতনতা বিষয়ক দুটি বাইক রেলিতে অংশগ্রহণ কারী সদস্যদের সম্মানিত করা হয়। এদিন একজন যুবকের স্বনির্ভরতার লক্ষ্যে আর্থিক সাহায্য করা হয় এবং একজন ছাত্রকে পাঠ্য পুস্তক দিয়ে সাহায্য করা হয়। এদিনের সভায় সংগঠনে আগত নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপর্ণা মজুমদার ও স্নেহাশিস চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুবছরের জন্য ২১ জনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। পুনরায় সভাপতি ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রিংকু চক্রবর্তী ও সুজন বেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584