প্রীতম সরকার,উত্তর দিনাজপুরঃ
করোনা-আতংকের মধ্যেই ভিন রাজ্য থেকে ট্রাকে ঠাসাঠাসি করে, হেমতাবাদে ফিরলেন অনেক শ্রমিক।সোমবার সকালে ওই ঘটনা ঘিরে এলাকাবাসীর মধ্যে আশংকা ছড়ায়। ‘লকডাউন’ চলাকালীন কীভাবে পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকেরা এ ভাবে হেমতাবাদে ফিরলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
তাঁদের দাবি, এ দিন ৭০ জন শ্রমিক ঝাড়খণ্ড ও বিহার থেকে হেমতাবাদে ফিরেছেন। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাসের দাবি, “এ দিন ভোররাতে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা, ভিন রাজ্য থেকে আসা প্রায় ৭০ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করেছেন”।
আরও পড়ুনঃ অবশেষে ভিন রাজ্য থেকে জেলায় ফিরলো, ৩০ জন কর্মী
চিকিৎসকেরা সকলকে ১৪ দিন ‘হোম কোয়রান্টাইন’-এ থাকার পরামর্শ দিয়েছেন। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধানের বক্তব্য, ‘‘করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো রুখতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ দিন ভিন রাজ্য থেকে একসাথে ট্রাকে চেপে ওই শ্রমিকেরা হেমতাবাদে ফিরে ঠিক করেননি।’’
রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, ‘‘ওই শ্রমিকেরা ট্রাকে কোন রাস্তা দিয়ে জেলায় ঢুকে হেমতাবাদে পৌঁছলেন, তা দেখা হচ্ছে। যদিও এ নিয়ে পুলিশ কর্মীদের ভূমিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584