সুদীপ পাল, বর্ধমানঃ
আসানসোল পুরসভার অধীনে একাধিক ওয়ার্ডে আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। কখনো কখনো জঞ্জালে পড়ছে রাস্তায়। আর সে সব ডিঙিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
আসানসোল পুরসভার ২২ নম্বর ৮৩ নম্বর ও ৬১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তার পাশেই জমছে আবর্জনা। বাসিন্দাদের বক্তব্য, আসানসোলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলছে। এই পরিস্থিতিতে পুরসভা এত উদাসীন কেন?
পুরসভার গাড়ি ভ্যাট থেকে আবর্জনা কালিপাহাড়ি ডাম্পিংয়ে জমা করে। কিন্তু দেশবন্ধু পার্কের ভ্যাট নিয়মিত খালি করা হয় না। আবর্জনা উপচে পড়ে রাস্তার উপর। দুর্গন্ধ বেরোয়। নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা।
আরও পড়ুনঃ রাজনৈতিক মতাদর্শ উপেক্ষা করে দিলীপের মুখে অপ্রিয় সত্য
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকারের নোংরা শহরগুলির তালিকায় নাম উঠেছিল আসানসোলের। তারপর থেকে নিয়মিত সাফাই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। এলাকা পরিচ্ছন্ন করার বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার কমিশনার খুরশিদ আলি কাদরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584