সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
সুন্দরবনে পাচার হয়ে যাওয়া মহিলাদের উদ্ধার করে নিয়ে এসে ও সমাজে পিছিয়ে পড়া মহিলাদের,আর্থিক উন্নয়ন ঘটাতে নতুন উদ্যোগ নিলো সুন্দরবন জেলা পুলিশ ও বন্ধন কোন্নগর।
আজ কুল্পি থানায় দিশারি প্রকল্পের মাধ্যমে ট্রেলারিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।রাজ্যের কারিগরী দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও বন্ধন (কোন্নগর) কর্ণধার চন্দ্র শেখর ঘোষ।
রাজ্যের কারিগরী দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু জানান,বন্ধন (কোন্নগর) রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় বিশেষ করে মহিলাদের নিয়ে নানান উন্নয়নমূলক কাজ করে।
এবারে সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে সুন্দরবন এলাকার যে সব মহিলারা পাচারকারীদের চক্রে পড়ে পাচার হয়ে গিয়েছিলো।তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ প্রশাসন এবং তাদের নিয়ে এসে আর্থিক দিক দিয়ে উন্নয়ন করার জন্য ট্রেলারিং কাজে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা হবে।শুধু তাদের নয় পাশাপাশি এলাকার আর্থিক দিক দিয়ে যে সব মহিলারা পিছিয়ে পড়েছে তাদেরকেও এই প্রশিক্ষণ দেওয়া হবে।
বন্ধন এর কর্ণধার চন্দ্র শেখর ঘোষ জানান,’শুধু এখানে নয় যে সব এলাকায় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা সেই সব এলাকায় আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আর্থিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করবো।অনেক স্কুল আছে যেখানে ট্রেলারিং বা হাতের কাজ শেখানো হচ্ছিল,বন্ধ হয়ে গিয়েছে।আমাদের কাছে যদি কেউ সাহায্য চায় চালু করার জন্য আমরা সেখানে সাহায্য করবো।যদি মহিলারা এখানে কাজ শিখে অর্থ উপার্জন করে ছেলে মেয়েদের পড়াশোনা সেখায় তাহলে সমাজের পক্ষে উপকার হবে।’
ট্রেলারিং প্রশিক্ষক জানান, ‘এই জেলার এমন উদ্যোগ এই প্রথম।আমরা এখানে প্রতি ব্যাচে ২৬ জন করে নিয়ে প্রায় ২ মাস ধরে তাদের প্রশিক্ষণ দেবো।শেষে তারা যাতে অন্য কোথাও কাজ করে অর্থ উপার্জন করে তার ব্যবস্থা করবো।যদি কারোর বাড়ির বাইরে কাজে যেতে অসুবিধা হয় তার বাড়িতে বসে কাজ করার ব্যবস্থা করে দেবো।’
আরও পড়ুনঃ সিআরপিএফ মহিলা ব্যাটালিয়নের উদ্যোগে মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবির
প্রশিক্ষণ নিতে আসা মহিলারা জানান, ‘আমরা এখানে কাজ শিখে যাতে অর্থ উপার্জন করে সংসারে উন্নয়ন করতে পারি তার জন্য এই প্রশিক্ষণ নিতে এসেছি।এমন প্রশিক্ষণ দেওয়ার জন্য সুন্দরবন জেলা পুলিশ ও বন্ধন কোন্নগর কে ধন্যবাদ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584