নারী চেতনা সংঘের উদ্যোগে মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবির

0
106

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

Sewing training camp organized by Nari chetana sangha
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মসূচি রূপায়ণ করে চলেছেন।স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের জন্যই তিনি নানা ধরনের সাহায্যে করে চলেছেন।তেমনি জামালপুর ব্লকের জামালপুর ১নং পঞ্চায়েতের নারী চেতনা সংঘের উদ্যোগে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Sewing training camp organized by Nari chetana sangha 2
নিজস্ব চিত্র

মহিলাদেরকে স্বনির্ভর করে তুলে তারা যাতে নিজের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের মহিলারা যাতে স্বামীর কাছে বোঝা হয়ে না দাঁড়ায় সেজন্য তারা খুব উৎসাহের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন।জামালপুর ১নং পঞ্চায়েতের নারী চেতনা সংঘের সভানেত্রী মিরাতাজ বেগম নিজেই ট্রেনার।তিনি সংঘের মহিলাদের হাতে ধরে প্রশিক্ষণ দিচ্ছেন।সংঘে প্রায় ১০০ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছে।মহিলাদের সেলাইয়ের কাজ কেমন চলছে তা দেখার জন্য প্রায়ই সংঘের ঘরে আসেন জামালপুর ১ পঞ্চায়েতের সদস্য অলোক কুমার ঘোষ।তিনি বলেন-জামালপুর ১ পঞ্চায়েতের সহযোগিতায় নারী চেতনা সংঘের মহিলারা নিজেদের স্বনির্ভর করে তোলার জন্য সভানেত্রী মিরাতাজ বেগমের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে।তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করবার জন্য। সভানেত্রী মিরাতাজ বেগম বলেন-তিনি নিজে জেলা থেকে কাজ নিয়ে এসে সংঘের মহিলাদের শেখাচ্ছেন।তিনি নিজেই ট্রেনার এবং মহিলারা কাজ শিখে যাতে নিজের পরিবার ও ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে পারে সেই আশা রাখছেন।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের ভিভিআইপি কর্মসূচি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here