নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এবার প্রকাশ্যে যৌন সম্পর্ক। ব্যস্ত রাস্তায় রাষ্ট্রসংঘের একটি গাড়িতে এমনই এক ঘটনা ঘটলো। মহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ইতিমধ্যে চর্চাও শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ঘটনায় কার্যত অস্বস্তিতে পড়েছে রাষ্ট্রপুঞ্জ।
ইজরায়েলের তেল আভিভের একটি ব্যস্ত রাস্তায় এই ভিডিওটি পাশের একটি বাড়ি থেকে তোলা বলে মনে করা হচ্ছে। গাড়িটি রাষ্ট্রসংঘের হলেও গাড়ির ভিতরের যাত্রীরা রাষ্ট্রসংঘেরই কোনো কর্মী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে যাত্রীদের মুখ দেখা যায়নি।
United Nations "shocked and deeply disturbed" by footage of apparent sex act in one of its official cars in Israel https://t.co/IqAU93KSee
— BBC News (World) (@BBCWorld) June 26, 2020
তবে গাড়ির নম্বর প্লেটটি দেখেই বোঝা যাচ্ছে যে সেটি রাষ্ট্রসংঘের গাড়ি। সেই নিয়েই তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। কারণ, গাড়িটি রাষ্ট্রপুঞ্জের ট্রুস সুপারভিশান সংস্থার তা একেবারে নিশ্চিত।
আরও পড়ুনঃ জ্যাক মা’কে পিছনে ফেলে চিনের ধনীতম পনি মা
রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টেফান দুজারিক এদিন বলেন, ভিডিওটি তেল আভিভের হা ইয়ারকন স্ট্রিটে তোলা। এমন একটি ভিডিওর সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় হতবাক রাষ্ট্রসংঘ। এই ভিডিওর সত্যতা কতখানি, তা জানতে শুরু হয়েছে তদন্ত। এমনটাই জানান রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584