নিজেদের আহারের মাঝেও কিছুটা ভাগ পথপশুদের দিয়ে নজির গড়ল যুবকদল

0
53

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দেশজুড়ে চলেছে লক ডাউন আর তার জেরে গৃহবন্দি মানুষজন। রাস্তাঘাট ফাঁকা এমনকি মানুষের দেখা নেই। ফলে দেশ থেকে করোনাকে বিদায় করতে সকলেই ঘরবন্দি হয়ে আছেন।এই অবস্থায় মানুষের পকেটের পাশাপাশি টান পড়েছে অবলা জীবদের পেটেও। মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না,দোকান পাট সব বন্ধ।

street dog | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি হোটেল থেকে শুরু করে ছোট ছোট খাওয়ার দোকান সবই বন্ধ থাকায় খাবারের অভাব দেখা গিয়েছে পথপশুদের। এবার সেইসব পথ পশুদের কথা চিন্তা করে পথে নামলো ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার বেশ কয়েকজন যুবক।

locals | newsfront.co
খাবার বিলি সারমেয়দের। নিজস্ব চিত্র

জীব সেবা মানে শিব সেবা এই কথাকে সামনে রেখে কয়েকজন যুবক খেতে না পাওয়া পথ সারমেয়দের মাংস,ভাত খাওয়ালো।খাদ্য সংকটের মধ্যে ওই সারমেয়দের মুখে খাবার তুলে দিতে পেরে তারা নিজেরাই গর্ব বোধ করছে।

আরও পড়ুনঃ লকডাউনে চুঁচুড়ার ভবঘুরেদের অন্ন দেবে উজ্জ্বল সংঘ

এই বন্ধের মধ্যে এই অবলা প্রাণীদের খেতে দিতে পেরে নিজেদের ধন্য মনে করছে যুবকেরা।শনিবার দুপুরে জটেশ্বরের বিভিন্ন এলাকা ঘুরে সারমেয়দের খাবার বিতরণ করে তারা। মানব জাতির এই মানবিক দিক দেখে, অনেক সারমেয় ছুটে আসে তাদের কাছে।

সারমেয়গুলোর খাবার খাওয়া দেখে মনে হয়েছিলো তারা খুব তৃপ্তি করেই খেয়েছে। হয়তো কথা বলতে পারলে ধন্যবাদ জানাতেই পারতো।তাই এই ধরনের উদ্যোগ যদি জেলার প্রতিটি এলাকায় হয়। শুধু একদিন নয়,লকডাউনের এই কটা দিন যদি দেওয়া হয় তাহলে পথ পশুগুলো অন্তত বিনা আহারে থাকবে না। এমনই মত রাজ্যের পশুপ্রেমীমহলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here