নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলকাতার এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন হাসপাতালেরই এক পড়ুয়া চিকিৎসক। হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি বিষয়টি খতিয়ে দেখে যে রিপোর্ট দিয়েছে তাতেও নির্যাতিতার অভিযোগের সত্যতা মিলেছে বলে সূত্রের খবর।
২০২১ সালের ২৭ জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষকে করা একটি লিখিত অভিযোগে ওই পড়ুয়া জানান, ২০২০ সাল থেকেই যৌন হেনস্থার শিকার তিনি। নানা অছিলায় অভিযুক্ত চিকিৎসক তাঁকে হেনস্থা করতেন বলেই অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে ভবানীপুর থানাতেও অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা।
জানা গিয়েছে এই অভিযোগের ভিত্তিতে একটি ১০ সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারিণী দু’তরফের বক্তব্যই শুনেছে ওই কমিটি। এর পর এই অভিযোগের বিষয়ে মে মাসে রিপোর্ট জমা দেয় কমিটি। সেই রিপোর্টে নির্যাতিতার অভিযোগ সত্যি ছিল বলেই বলা হয়েছে।
আরও পড়ুনঃ ভারত মেটায়নি বকেয়া কর, ফ্রান্সে ২০টি ভারতীয় সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত
এখনো এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর এসএসকেএম-এর পরিবর্তে অন্য কোন হাসপাতালে বদলি করা হতে পারে ওই চিকিৎসককে। সম্ভবত স্বাস্থ্য ভবন আজই জারি করতে পারে সে নির্দেশ। তবে কোন প্রত্যন্ত অঞ্চলে বদলি নয় অর্থাৎ শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার সম্ভবনাই দেখা যাচ্ছে এক্ষেত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584