শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপে এক শিশুকে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড়।অভিযোগ যে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।নবদ্বীপ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মা।
ঘটনাটি ঘটেছে নবদ্বীপের নিমাই নগরে।
অভিযোগ যে,শনিবার সন্ধ্যায় তাদের ভাড়া বাড়ির বারান্দায় খেলা করছিল শিশুটি।বাবা মা ঘরের ভিতরে বসে কথা বলছিলেন।
কালা দেবনাথ নামে এক যুবক শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে শিশুদের উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।
শিশুটি কাঁদতে কাঁদতে নিমেষে মায়ের কাছে সমস্ত ঘটনা বলে। কয়েক মাস পূর্ব থেকে এই এলাকায় তারা ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন।মঙ্গলবার
অভিযোগ পেয়ে নবদ্বীপ থানার পুলিশ কালা দেবনাথ নামে ওই যুবককে গ্রেফতার করে।
বুধবার নবদ্বীপ আদালতে তোলা হয় ওই যুবককে। ধৃত যুবকের জেল হেফাজত হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584