সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
দ্বিতীয় শ্রেণির নাবালিকা নিজের দাদুর বিকৃত যৌন লালসার শিকার হল।এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দাদু কালো গুলজার খান,পেশায় চাল গুদামের কর্মী।
বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা ফকির পাড়ার ঘটনা।নির্যাতিতা নাবালিকার মা বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার প্রকাশ এই যে,২১ জুলাই দুপুর বেলায় দাদু কালো গুলজার খান নাতনিকে ইশারায় ঘরে ডাকে এবং সেখানে তাকে নির্যাতন করে বলেই জানায় নির্যাতিতা নাবালিকা। এই ঘটনা নাবালিকা তার মা বাবাকে এসে জানায়।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের
নির্যাতিতার মা বিচারের আশায় পরিবার এবং স্থানীয় মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে নিরাশ হন, কারো কাছে সাহায্য না পেয়ে অবশেষে ২৭ জুলাই বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জানান।নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালো গুলজার খানকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে জানা যায়।ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584