নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে ভগবানগোলা ব্লক ২-এর কামারপাড়া বালিগ্রাম মোড় থেকে রানিতলা থানা যাওয়ার রাস্তা বেহাল। রবিবার ভগবানগোলায় রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভে শামিল হলেন এস এফ আই ও ডিওয়াইএফ আইয়ের লোকাল কমিটির সদস্যরা।
এই প্রসঙ্গে জেলা ডিওয়াইএফআই কমিটির সভাপতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার ঘোষণা করছে উন্নয়নের কথা কিন্তু উন্নয়ন কোথায়। বর্ষায় নদীতে জল নেই। তবু রাস্তায় জল জমে। উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। সেই টাকা যাচ্ছে কোথায় সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুনঃ পানীয় জলের সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা
ভগবানগোলা বিধানসভার সিপিএমের বিধায়ক মহসীন আলী বলেন, ‘জন্মলগ্ন থেকেই রাস্তার মধ্যে অবস্থিত কালবাট অর্ধেক ভেঙে পড়ে আছে। বারবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।’ এলাকাবাসীদের দাবি, বহুবার এ রাস্তা সংস্কারের দাবি নিয়ে ব্লক প্রশাসন , পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584