নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা অতিমারির জেরে এ বছরও হয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার পরিবর্তে মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হয়েছিল ফলাফল। তবে ১০০ শতাংশ পরীক্ষার্থী পাস করায় এখনও বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে ওঠেনি। এমনকি কিছু স্কুলের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের ভর্তি না নেওয়ারও অভিযোগও উঠছে। ঠিক তেমনই অভিযোগ উঠল সুতি থানার ছাবঘাটি কে ডি বিদ্যালয়ের ওপর।
পরীক্ষার্থীদের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও একাদশ শ্রেনীতে ভর্তি নেওয়া হচ্ছে না তাদের। আর আজ সেই কারণেই ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI) এবং যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।
সুতি থানার ছাবঘাটি কে ডি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৯৫৬ জন, কিন্তু একাদশ শ্রেনীতে ভর্তি হতে পেরেছে মোট ৪০০ জন ছাত্রছাত্রী। বাকি ছাত্র ছাত্রীরা ভর্তি হতে না পেয়ে বিডিও অফিসেও বিক্ষোভ দেখায়। আর আজ ভর্তি হতে না পাওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিল এসএফআই এবং ডিওয়াইএফআই।
আরও পড়ুনঃ বড়ঞায় লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ নিয়ে উত্তেজনা
উপস্থিত ছিলেন এসএফআই নেতা সামিউল সেখ এবং আসফাক হোসেন ও ডিওয়াইএফআই নেতা তোফিজুল ইসলাম এবং জাহাঙ্গীর শেখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584