সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাদিখাঁন দেয়ার অঞ্চলের রাস্তার বেহাল দশা প্রায় দশবছর ধরে। সাদিখাঁন দেয়ার স্কুল মোড় থেকে ফকিরাবাদ পর্যন্ত চলাফেরার অযোগ্য রাস্তা প্রায় ১৩ কিলোমিটার । বাম আমলে এই রাস্তা হয়েছে তার পর থেকে আর কোন কাজ হয়নি। একাধিক বার পঞ্চায়েত ও জেলা পরিষদের মেম্বার কে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি রাস্তার।তার পরে বৃহস্পতিবার সকালে ডি ওয় এফ আই ও এস এফ আই যৌথ ভাবে ধানের চারা ও মাছ ধরে বিক্ষোভ দেখান এদিন সেই রাস্তার মধ্যে দাড়িয়ে দীর্ঘক্ষণ ধরে।
আরও পড়ুনঃ মানসিক অবসাদগ্রস্ত এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ডোমকলে
এস এফ আই জেলা সম্পাদক শাহনওয়াজ ইসলাম বলেন এই রাস্তায় আছে হাসপাতালে,স্কুল,দুটো কলেজ ডিয়েড, বিয়েড,পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিডিও অফিস ,থানা সবই। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে গেলেও এই রাস্তা দিয়ে যেতে হয় আর সেই ব্যস্ততম রাস্তার যে অবস্থা তা ভাষায় প্রকাশ করা যায় না। যদি শাসক দল রাস্তার কাজ না করতে পারে তাহলে আমরা রাস্তা ঠিক করার চেষ্টা করবো। একই ভাবে ডিওয়াইএফআই জেলা নেতা আশীষ কান্ডারী রাজ্য সরকার কে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “রাজ্য সরকার বলছেন যে একশো শতাংশ কাজ হয়ে গেছে রাজ্যের ,বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। হয়েছে শুধু নেতাদের পকেট ভরার কাজ।“
এক আইস্ক্রিম বিক্রেতার অভিযোগ, “এই রাস্তায় গরু ছাগল চলার যোগ্য নয়। আর কতদিনে নেতাদের পেট ভরবে! তবেই, যদি সাধারণ মানুষের উন্নয়নের কাজ করেন সেই দিনের অপেক্ষায় বসে আছেন সকলে।“ স্থানীয় এক ব্যক্তি বলেন,”এই সাদিখাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রধান আছে। তাদের কোনো কাজ করার কথা মাথায় আসেনা,আসলে এরা সাধারণ মানুষের কাজ করার জন্য রাজনীতি করেন না, নিজেদের পকেট ভরতে ব্যস্ত। কিছু বলতে গেলে আবার শুনতে হয় কারো ভোটে ক্ষমতায় আসিনি তাই কাজ করার কোনো দায়বদ্ধতা নেই ।“ এই রাস্তা নিয়ে প্রতিবছরই আন্দোলন বিক্ষোভ হয়,তার পরেও কোনো সুরাহা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584