বহরমপুরে ছাত্র ফেডারেশন ও ডি.ওয়াই.এফ.আই এর বিক্ষোভ মিছিল

0
252

মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ

sfi dyfi protests procession at berhampore
নিজস্ব চিত্র

ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদে আজ বহরমপুরে মুর্শিদাবাদ জেলা ডি.আই অফিসে বিক্ষোভ দেখালো মুর্শিদাবাদ জেলা এস.এফ.আই ও ডি.ওয়াই.এফ.আই।

sfi dyfi protests procession at berhampore 2
নিজস্ব চিত্র

গত চোদ্দই জানুয়ারি মুখমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা কে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা তারই আঁচ পড়ল জেলা শিক্ষা ভবনে।ডি.ওয়াই.এফ.আই জেলা কার্যালয় থেকে শুরু করে ডি.আই অফিস পর্যন্ত এই প্রতিবাদ মিছিল আসে এবং এক কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়।এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন এস.এফ.আই এর জেলা সম্পাদক সন্দীপন দাস,সভাপতি জোসেফ হোসেন,রাজ্য কমিটির সদস্য অনিন্দ্য সাহা ও ডি.ওয়াই.এফ এর জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ জেলার ছাত্র-যুব কর্মী বৃন্দরা।এ সমাবেশ প্রসঙ্গে অনিন্দ্য বাবু জানান এভাবে শিক্ষক নিয়োগ চলবে না,আর যদি নিয়োগ করতে হয় তবে নূন্যতম পারিশ্রমিক আঠেরো হাজার টাকা দিতে হবে ও অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে।এস.এফ.আই এর জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন এই আজকের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদ চালু হলো,আগামীতে এই আন্দোলন আরো তীব্রতর হবে।

আরও পড়ুনঃ ব্রিগেডের সমর্থনে হদল নারায়ণ পুরে বাইক মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here