নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
প্রদ্যোৎ স্মৃতি সদনকে সিনেমা হলে পরিণত করার প্রস্তাবের বিরুদ্ধে সরব হলো বামপন্থী গণসংগঠন গুলি। শুক্রবার সন্ধ্যায় এই প্রস্তাবের বিরুদ্ধে প্রদ্যোত স্মৃতি সদনের গেটে এস এফ আই, ডিওয়াইএফআই ও সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির যৌথ গণসংগঠন ছাত্র-যুব মহিলা সংগঠনের গণসাক্ষর সংগ্রহ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তার আগে এই দাবি সহ অন্যান্য দাবিতে বামপন্থী ছাত্র-যুব-শিক্ষক সংগঠনগুলোর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরে মিছিল সংগঠিত হয়।
আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে বাম ছাত্র-যুব-শিক্ষক সংগঠন গুলির বিক্ষোভ মিছিল
এই দাবিকে সংহতি জানিয়ে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বিমল গুড়িয়া, বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, বর্ষীয়ান সঙ্গীত শিল্পী সুনীল বেরা,কবি অভিনন্দন মুখোপাধ্যায়,নাট্যকার জয়ন্ত চক্রবর্তী,নাট্যব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ধর, চিত্রশিল্পী প্রদীপ বসু, বিশিষ্ট বাগ্মী নন্দদুলাল ভট্টাচার্য,ডাঃ দেবব্রত চ্যাটার্জী সহ মেদিনীপুর বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন বাম ছাত্র-যুব- মহিলা আন্দোলনের নেতৃত্ববৃন্দ। এদিনের অবস্থান বিক্ষোভ শুরুর আগে শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য সহ জেলা পরিষদ গেটে সম্মুখ ভাগে অবস্থিত বিপ্লবী ও মনীষীদের মুর্তিতে মাল্যদান করা হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন যুবনেতা সুব্রত চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584