রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
এসএফআইয়ের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে সমস্ত স্কুল-কলেজ খোলার দাবিতে এবং অফ লাইনে সমস্ত ক্লাস চালু করার ও শিক্ষাক্ষেত্রে সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগের দাবি মস্তান রাজ বন্ধ করা রাজ্যজুড়ে নৈরাজ্য ছাত্র খুন ছাত্রী নিগ্রহ ধর্ষণ এবং আনিস খান এর খুনিদের শাস্তির দাবিতে আজ ডিএম অফিস অভিযান বহরমপুর শহরে অনুষ্ঠিত হয়।
সোমবার এই ডিএম অফিস অভিযানে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা।অভিযোগ, ডিএম অফিস অভিযানে যখন ছাত্রছাত্রীরা মিছিল করে ডিএম অফিসের দিকে এগিয়ে আসছিলেন ঠিক সেইসময় পুলিশ এই মিছিল আটকে দেন। এস এফ আই নেতৃত্ব বলেন যে ডিএম সাহেবের কাছে ই- মেল মারফত সময় চাওয়া হয়েছিল ডি এম সাহেব তার উত্তর দিয়েছেন কিন্তু পুলিশ কিছুতেই ছাত্র-ছাত্রীদের অভিযানে যেতে বাধা দেয়। এসএফআআই কর্মীদের অভিযোগ , যে পুলিশ পশ্চিমবঙ্গের মাটিতে চোরদেরকে আটকাতে পারে না তারা একদল নিরস্ত্র ছাত্র হাতে ব্যাগ, পকেট এ কলম নিয়ে এই অভিযানে এসেছেন তাদের বাধা দিয়েছে। তাঁরা বলেন, “পুলিশ আজ ছাত্র-ছাত্রীদের আটকাবার জন্য ব্যারিকেড করেছে, আমরা বলছি এগুলো যদি চোরদের আটকানোর জন্য, বালিচোর, , তোলাবাজদের , খুনিদের আটকানোর জন্য করতেন তাহলে এই বাংলায় এত নৈরাজ্য দেখা দিতো না।
আরও পড়ুনঃ পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শরীরে প্রবেশ করেছে প্রেতাত্মা, খাচ্ছে জুতো!
তাঁরা বলেন আমাদের দাবি কাটমানি খাওয়া নয় , আমাদের দাবি গোটা পশ্চিমবঙ্গে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, আনিস খানের খুনিদের গ্রেপ্তার করতে হবে। তাঁরা আরো বলেন যে, আজকের ছাত্রছাত্রীরা যখন ডিএম অফিস অভিযানে এগিয়ে আসছেন সেই সময় পুলিশ নিজেরা মহিলাদের ধাক্কাধাক্কি করছে। এনারা কি পুলিশ না তৃণমূলের ক্যাডার!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584