মাথাভাঙায় কর্মীসভা এসএফআইয়ের

0
37

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহে ছাত্রছাত্রীদের সমস্ত রকমের ‘ফি’ মকুব করা এবং কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি বাতিলের দাবিকে সামনে রেখে কর্মীসভা করলো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। আজ মাথাভাঙা শহরের নজরুল সদনে ওই কর্মীসভা হয়।

rally | newsfront.co
মিছিল। নিজস্ব চিত্র

কর্মীসভা শুরুর আগে শহর জুড়ে বিশাল মিছিল পরিক্রমা করে। এদিন ওই কর্মীসভা ও মিছিলের নেতৃত্ব দেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আকিক হাসান, দিনোবন্ধু বর্মন, সুধাংশু প্রামানিক প্রমুখ নেতৃত্ব।এদিন সাংগঠনিক সভা শুরু হবার আগে একটি সাংবাদিক সম্মেলন করেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।

আরও পড়ুনঃ মাওবাদীদের নাম করে পোস্টার পড়ল বেলপাহাড়িতে

তিনি বলেন,“বর্তমানে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই ভুল শিক্ষানীতি নিয়ে চলছে। একদিকে যখন বেশির ভাগ ছাত্রছাত্রীদের পরিবারের আটা কেনার পয়সা নেই। তখন অনলাইন ক্লাসের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল এবং ডাটা কেনার জন্য বলা হচ্ছে। আমাদের দাবি যদি তাই হয় তাহলে সবার হাতে হাতে বিনে পয়সায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ল্যাপটপ দেওয়া হোক।”

রাজ্য সরকারের কাছে কোচবিহার জেলার জন্য পূণ্যভূমি খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু, সিতাই ও দিনহাটায় দ্বিতীয় কলেজ স্থাপনের দাবি করার পাশাপাশি অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল করার দাবি জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা গুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো আর একটু সময় নিয়ে করা হোক বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করেন এসএফআইয়ের সর্ব ভারতীয় সম্পাদক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here