নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ ৭ মে রাজ্যের বহু কলেজ ,বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গেটে ইউজিসির সাম্প্রতিক গাইডলাইনের বিরুদ্ধে পোস্টার হাতে প্রতীকী প্রতিবাদ জানাল বাম ছাত্র সংগঠন এস এফ আই। সামাজিক দূরত্বের নিয়ম মেনেই ৫ জনের বেশি জমায়েত না করে এদিন দুপুর ১২ টা থেকে ১২ টা ১৫ মিনিট প্রতীকী প্রতিবাদ কর্মসূচী পালন করল এস এফ আই।
এই প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন এস এফ আই- এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মৌয়ূখ বিশ্বাস সহ অন্যান্যরা। তাঁদের মূলত দাবিগুলোর মধ্যে ছিল:-
১) লেখাপড়ায় এই সেশনের ফি মকুব করতে হবে।
২) হোস্টেল ফি নেওয়া চলবে না – ফেলোশিপ/স্কলারশিপের টাকা দিতে হবে সমস্ত প্রাপক ছাত্র ও গবেষককে।
৩) ৭৫% ক্লাসরুম ও ২৫% অনলাইন শিক্ষার প্রস্তাব বাতিল করতে হবে।
৪) সবার জন্য অনলাইন শিক্ষার সুযোগ সুনিশ্চিত না করে একে বাধ্যতামূলক করা যাবে না – পরীক্ষা বা মূল্যায়ন অনলাইনে করা যাবে না।
৫) লকডাউনের পর সবার জন্য বাড়তি ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না।
আরও পড়ুনঃ হোটেলের চাকরি শিকেয় তুলে সব্জি বিক্রি ভরসা কার্তিকের
এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাদের এই দাবিগুলো প্রত্যেকটি ন্যার্য।ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই লড়াই।তাই আমরা এই লড়াই চালিয়ে যাব।’ তিনি এও জানান, ‘বেশ কিছু জায়গায় পুলিসবাহিনী অন্যায়ভাবে বাধা দিচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584