মুর্শিদাবাদে জেএনইউ-এর বর্বরোচিত অাক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ এসএফআই-এর

0
84

নিটু দেওয়ান, মুর্শিদাবাদঃ

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সভাপতি তথা এসএফআই নেত্রী ঐশি ঘোষ, অধ্যাপিকা সুচরিতা সেন সহ গার্লস হোস্টেলের ভেতরে ও জেএনইউ ক্যাম্পাসের উপর এবিভিপি-র বর্বরোচিত অাক্রমনের প্রতিবাদ জানালো এসএফআই।

নিজস্ব চিত্র

গোটা মুর্শিদাবাদ জুড়ে এদিন বহরমপুরে এসএফআই-এর পক্ষ থেকে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করা হয়। এদিন ভগবানগোলায় স্কুলে স্কুলে ছাত্র ছাত্রীরা কালো ব্যাচ পড়ে ধিক্কার জানাই এসএফআই।

নিজস্ব চিত্র

এছাড়াও ডোমকল, জলঙ্গী, কান্দী, কুলি সহ জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয় এসএফআই সহ সিপিআইএম-এর বিভিন্ন গনসংগঠন। এদিন কুলির মোড়ে জেএনইউ-এর ঘটনার প্রতিবাদে, ৮ ই জানুয়ারি সাধারন ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথসভা সংগঠিত হয় ।

নিজস্ব চিত্র

প্রধান বক্তা সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম সদস্য তথা এসএফআই মুর্শিদাবাদ জেলা সভাপতি জোসেফ হোসেন। পথসভা ও মিছিল ঘিরে মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

প্রতিবাদ। নিজস্ব চিত্র

এসএফআই-এর মুর্শিদাবাদ জেলা সভাপতি বলেন- ঐশি ঘোষদের মেরে এসএফআই-কে ভয় দেখানো যায় না ওরা আমাদের যত মারবে মিছিল গুলো আরো বাড়বে। আর এখন শুধু প্রতিবাদ প্রতিরোধে থেমে থাকবো না প্রতিবাদ প্রতিরোধ তো হবেই পাশাপাশি প্রতিশোধও নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here