নিটু দেওয়ান, মুর্শিদাবাদঃ
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সভাপতি তথা এসএফআই নেত্রী ঐশি ঘোষ, অধ্যাপিকা সুচরিতা সেন সহ গার্লস হোস্টেলের ভেতরে ও জেএনইউ ক্যাম্পাসের উপর এবিভিপি-র বর্বরোচিত অাক্রমনের প্রতিবাদ জানালো এসএফআই।
গোটা মুর্শিদাবাদ জুড়ে এদিন বহরমপুরে এসএফআই-এর পক্ষ থেকে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করা হয়। এদিন ভগবানগোলায় স্কুলে স্কুলে ছাত্র ছাত্রীরা কালো ব্যাচ পড়ে ধিক্কার জানাই এসএফআই।
এছাড়াও ডোমকল, জলঙ্গী, কান্দী, কুলি সহ জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয় এসএফআই সহ সিপিআইএম-এর বিভিন্ন গনসংগঠন। এদিন কুলির মোড়ে জেএনইউ-এর ঘটনার প্রতিবাদে, ৮ ই জানুয়ারি সাধারন ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথসভা সংগঠিত হয় ।
প্রধান বক্তা সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম সদস্য তথা এসএফআই মুর্শিদাবাদ জেলা সভাপতি জোসেফ হোসেন। পথসভা ও মিছিল ঘিরে মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
এসএফআই-এর মুর্শিদাবাদ জেলা সভাপতি বলেন- ঐশি ঘোষদের মেরে এসএফআই-কে ভয় দেখানো যায় না ওরা আমাদের যত মারবে মিছিল গুলো আরো বাড়বে। আর এখন শুধু প্রতিবাদ প্রতিরোধে থেমে থাকবো না প্রতিবাদ প্রতিরোধ তো হবেই পাশাপাশি প্রতিশোধও নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584