নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ইউজিসি -র গাইড লাইন প্রত্যাহার এবং শিক্ষার পাঠক্রমে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ সহ গৈরিকীকরণ করার পদক্ষেপকে ধিক্কার জানিয়ে এসএফআই এর বিক্ষোভ ও পথ অবরোধ হয় শনিবার দাসপুরের সোনামুই বাজারে।
ক্লাস না করিয়ে পরীক্ষা নেওয়া চলবে না, এই শিক্ষা বর্ষের ফিস্ মকুব করতে হবে।
করোনা সংক্রমণ ও তার আতঙ্কে সাধারণ মানুষ জেরবার। আর তার ওপর স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নিয়ে ইউজিসি -র সেমিস্টার পরীক্ষা গ্রহণের অবাস্তব গাইড লাইন জারির প্রতিবাদ সহ তা প্রত্যাহারের দাবি নিয়ে এই বিক্ষোভ ও পথ অবরোধ হয়।
আরও পড়ুনঃ কলকাতার সব উড়ালপুলের ওপর থেকে ট্রাম লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত কেএমডিএ-র
সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষতা, যুক্ত রাষ্ট্রীয় গণতন্ত্র, দেশ ভাগের বিষয়গুলি। সংগঠনের সোনাখালি ও কলোড়া লোকাল কমিটির উদ্যোগে দাসপুর থানার গৌরা থেকে মিছিল শুরু হয়ে সোনামুই বাজারে এসে পথ অবরোধ ও বিক্ষোভ সভা সংগঠিত হয়। পাশকুঁড়া – ঘাটাল রাজ্য সড়কের উপর ৩৫ মিনিট সময় ধরে সেই অবরোধ সহ বিক্ষোভ সভা চলে।
বিক্ষোভ চলার সময় দাবি গুলি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শুভঙ্কর ব্যানার্জী , ছাত্রনেতা সৌভিক ব্যানার্জী। এদিন উপস্থিত ছিলেন সুনিত কুলোভী , সৌমেন চক্রবর্তী , শুকদেব দাস প্রমুখ ছাত্রনেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584