দাঁতন নাট্য উৎসব ২০১৮

0
227

সুদীপ কুমার খাঁড়া, দাঁতন:-

নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে মহাসমারোহে সম্পন্ন হল ৫ ম বর্ষীয় “দাঁতন নাট্য উৎসব​ “২০১৮ – এর ।এই উৎসবের উদ্বোধন করেন বিধায়ক ও মুখ্য উপদেষ্টা তথা নাট্যপ্রেমী বিক্রম চন্দ্র প্রধান ।উপস্থিত ছিলেন দাঁতন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কনক পাত্র ,বিশিষ্ট সমাজসেবী দেবেশ দাশ , নাট্যানুরাগী প্রণব দাস মহাপাত্র প্রমুখ ।
সাংস্কৃতিক পরিমণ্ডলে নাট্য উৎসবের পাঁচ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্রণব দাশ মহাপাত্রের করস্পর্শে প্রকাশিত হয় “না-talk” স্মরণিকা ।৯০ পৃষ্ঠার এই স্মরণিকাটির সুচারু সম্পাদনা করেছেন বিশিষ্ট শিক্ষক তথা কবি ও নাট্যপ্রেমী সন্তু জানা ।

সারা জীবনের নিরলস নাট্য চর্চা ও সংস্কৃতি চর্চার জন্য জীবনকৃতী সম্মাননা প্রদান করা হয় প্রণব দাশ মহাপাত্র ও সুকুমার পট্টনায়ককে । প্রথমে জেলাভিত্তিক নাট্য প্রতিযোগিতা সম্পন্ন হয়।দাঁতন হাইস্কুল ,দাঁতন ভাগবত চরণ হাইস্কুল সমেত আরো অনেকগুলি দল এই অভিনব প্রতিযোগিতায় অংশ নেয় ।উদ্বোধক বিক্রম প্রধান বলেন – ‘নাটক হল লোকশিক্ষার একটি গণমাধ্যম ।বলভদ্রপুর উদ্যোগ নাট্য সংস্থার এই অসামান্য কাজকে কুর্নিশ জানাতেই হয় ।’

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ পাত্র ।
প্রসঙ্গত বলা যায় যে , দাঁতনের মতো প্রান্তিক এলাকায় এই সংস্থা নাটক ছাড়াও আরো বহু সমাজসেবামূলক কাজেও নিযুক্ত ।২০১৪ সালে শুধুমাত্র নাটকের চর্চা ,প্রচার ও প্রসারের জন্য আলাদা করে তৈরি হয় “উদ্যোগ নাট্য সংস্থা ” ।

প্রতিদিন সন্ধ্যায় কলকাতা ও জেলার বিখ্যাত নাট্য দলগুলির নাটক উপভোগ করার সুযোগ পেয়েছেন বহু মানুষ ।অংশগ্রহণ করেছে ‘কোমল গান্ধার ‘,’বেলঘরিয়া অঙ্গন ‘,’ টালিগঞ্জ বিভব’ প্রভৃতি কলকাতার নাট্যদলগুলি । আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে তাঁরা আরও বড়ো নাট‍্য উৎসবের আয়োজন করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here