সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ। তবে প্রকোপ কিছুটা কমতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে আবারও করোনা সংক্রমণ ও ওমিক্রনের দাপটে বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে বিদ্যালয় খোলার দাবি জানাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে বিদ্যালয় খোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। আজ বহরমপুরে কালেক্টর বিল্ডিং-এ অবস্থান বিক্ষোভ করলেন ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই।
তাদের দাবি, সরকারকে জানাতে হবে দরিদ্র ঘরের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা চালাবে। তাদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে হবে, ফোন দিতে হবে এবং আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের এই অবস্থান-বিক্ষোভ বলেই জানাচ্ছে তারা।
আরও পড়ুনঃ কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের টিকাকরণ কর্মসূচি পরিদর্শনে মুর্শিদাবাদ জেলাশাসক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584