জেলাশাসককে স্মারকলিপি এস এফ আইয়ের

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শিক্ষা সংক্রান্ত বেশ কিছু দাবিতে শুক্রবার দুপুরে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারতের ছাত্র ফেডারেশনের (এস এফ আই) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।

SFI | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিলেন এস এফ আই ছাত্ররা। তাদের মূল দাবি গুলি ছিল, স্কুল শিক্ষায় এক বর্ষ ও উচ্চশিক্ষায় এক সেমিস্টারের সমস্ত ফিস মকুব করতে হবে,
সকল ছাত্রের জন্য অনলাইন পরিকাঠামো না গড়ে অনলাইন শিক্ষা না চাপানো, কোভিড-১৯ পরবর্তী শিক্ষায় ড্রপ আউট রোধ করতে দরিদ্র মধ্যবিত্ত ছাত্রসমাজকে শিক্ষার পরিসরে যুক্ত রাখতে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিশেষ স্টিমুলাস প্যাকেজ চালু করতে হবে।

আরও পড়ুনঃ পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ যুব কংগ্রেসের

পাশাপাশি কোভিড-১৯ পরবর্তী শিক্ষা ও পঠন পাঠন পদ্ধতি, পরীক্ষা ব্যবস্থা , শিক্ষাবর্ষের সূচি ইত্যাদি ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষা সূচি পরিবর্তন করার ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা সহ অন্যান্য ডিগ্রি পরীক্ষা চাকরির প্রতিযোগিতা মূলক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে করতে হবে।

এ বছর ক্যাম্পাসিংয়ে বাড়তি জোর দিতে হবে। সেইসঙ্গে মিড ডে মিলের সঠিক সরবরাহ করে অন্তত মাসে দুবার একই পরিমাণ খাদ্য শস্য দিতে হবে। মাথা পিছু বরাদ্দ বাড়াতে হবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দিতে হবে। মেস ভাড়া নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মেস কর্তৃপক্ষকে সমঝোতায় আসতে হবে। সমস্যা হলে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে।

আরও পড়ুনঃ হেলমেট, মাস্ক নিয়ে কড়া পদক্ষেপ ইসলামপুর পুলিশের

স্কলারশিপ ফেলোশিপ ধারাবাহিকভাবে প্রদান করতে হবে এবং টাকার পরিমাণ বাড়াতে হবে। এছাড়াও তারা দাবি তোলেন, বেসরকারি স্কুলগুলি বন্ধ, অথচ পরিবহণে ছাত্রদের ভাড়া বাবদ টাকা নেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজে হোস্টেল আবাসিক দের ভাড়া কোন ভাবেই বাড়ানো যাবেনা। একইসঙ্গে লকডাউন পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান স্যানিটাইজ না করে ক্লাস শুরু করা যাবে না। সমস্ত ছাত্রছত্রীকে ফ্রিতে মাস্ক, স্যানিটাইজার দিতে হবে।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি। এছাড়াও ছিলেন অভিষেক চ্যাটার্জি , বেলাল মির, রনিত বেরা দেবায়ন ভট্টাচার্য প্রমুখ ছাত্র নেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here