নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শুক্রবার সকালে জেলা এস. এফ. আই -এর পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয় জেলা শাসক দফতরে। সেখানে ঢুকতে গেলেই বাধাদেয় পুলিশ।
শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশ জেলা শাসক দফতরের মেইন গেট বন্ধ করে দেয়, সেইসঙ্গে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। সেই কারণেই এস. এফ. আই কর্মীরা মেন গেটের সামনে বিক্ষোভ দেখায়। কেন্দ্রীয় এস. এফ. আই কমিটির সদস্য সন্দীপন দাস জানান “আজকের এই ডেপুটেশন ছাত্র-ছাত্রীদের জন্য।
তারা জানতে আসেননি চাল চুরির কতটা ভাগ জেলা শাসকের পকেটে ঢুকেছে ও আমপানে ক্ষতিগ্রস্তের টাকা কতটা তৃণমূল নেতারা নিয়েছেন।
আরও পড়ুনঃ দরিদ্র মানুষকে জবকার্ড দেওয়ার দাবিতে এসইউসিআই এর ডেপুটেশন
তাদের দাবি মাসে দুবার করে মিডডে মিল চালু করতে হবে, অনলাইনে পড়াশোনা চললেও সব জায়গায় সেটি হচ্ছে না তাই অনলাইনের পরিকাঠামো ঠিক করতে হবে ও সিলেবাস ছাড়া পরীক্ষা নেওয়া চলবে না।” এই তিনটে দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন বলে তিনি জানান।
কিন্তু জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা সেই ডেপুটেশন প্রত্যাহার করেন বলে দাবি সংগঠনের। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে আরও বেশি লোককে এই জেলা শাসক দফতরের সামনে দেখা যাবে, কারণ বারংবার এই প্রত্যাহার তারা মেনে নিতে পারছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584