‘সাবাশ মিঠু’র ক্যাপ্টেন সৃজিত মুখার্জি

0
172

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভারতীয় মহিলা ক্রিকেটার তথা দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক আসতে চলেছে দর্শক দরবারে। খবরটা বড় বেশি নতুন নয়। নতুন খবর যেটা সেটা হল ছবিটির পরিচালনায় সৃজিত মুখার্জি।

mithali raj | newsfront.co
মিতালি রাজ, অধিনায়ক

নতুন এই কারণে বলা, এর আগে ‘সাবাশ মিঠু’ পরিচালনা করার কথা ছিল রাহুল ঢোলাকিয়ারের৷ কিন্তু শেষমেশ ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন বাংলার পরিচালক সৃজিত মুখার্জি।

মঙ্গলবার রাহুল ঢোলাকিয়ার একটি বিবৃতিতে জানিয়েছেন, তারিখ নিয়ে সমস্যার কারণে এই সিনেমার সঙ্গে তিনি আর কাজ করতে পারবেন না।

woman cricketer | newsfront.co
মিতালি রাজ
srijit mukherjee | newsfront.co
সৃজিত মুখার্জি, পরিচালক

আরও পড়ুনঃ জতুগৃহ’তে মুখ বদল, অনামিকার বদলে থাকবেন পায়েল সরকার, হাজির নতুন পোস্টার

মঙ্গলবার এই দায়িত্ব পাওয়ার পর সৃজিত মুখার্জিও আপ্লুত। তা তাঁর ফেসবুক পেজ দেখলেই বোঝা যায়।
মিতালি রাজের ভূমিকায় অভিনয় করবেন তাপসী পান্নু। করোনা মহামারীর কারণে বন্ধ আছে শুটিং। কবে নাগাদ ছবিটি আসতে পারে জানা যায়নি এখনও। সূত্রের খবর, মিতালি হয়ে ওঠার জন্য যারপর নাই অনুশীলন করছেন তাপসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here