সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ক্যাম্পে আটক গবাদিপশুরা খাবার না পেয়ে মারা যাচ্ছে, এই খবর শুনে বিএসএফের হাতে এক ডিসিএম খড় তুলে দিলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি। শুধু তাই নয় অভুক্ত পশুগুলিকে নিজ হাতে খাইয়েও দিলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার।
বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের চর হাড়ুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে। এদিন তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিজান হাসান, কাতলামারী ১ পঞ্চায়েতের প্রধান বাসুদেব সাহা, স্থানীয় হাড়ুডাঙ্গা সংসদের সদস্য মুকলেম শেখ সহ অনেকে।
জানা গিয়েছে, ওই ক্যাম্পে ৫০ -এর বেশী মোষ আটক করা ছিল। অযত্নে অবহেলায় অনাহারে মারা যেতে যেতে বুধবার ৩৬ -এ পৌঁছেছে। যা শুনে সভাপতি বুধবার দুপুরের দিকে হাড়ুডাঙ্গা ক্যাম্পে খড়ের গাড়ি নিয়ে পৌঁছন। যা দেখে প্রথমে অবাক হন বিএসএফের ১১৭ ব্যাটেলিয়নের হাড়ুডাঙ্গা ক্যাম্পের ইনস্পেক্টর দুর্গাচরণ শেট্টি সহ অনেকে।
আরও পড়ুন: বাল্যবিবাহ রোধ করতে সরকারি আধিকারিকদের চিঠি সিনি মহিলা কমিটির
পরে তাদের উর্দ্ধতন আধিকারিকদের সঙ্গে কথা বলে খড় গ্রহন করেন। দেখা গেল তখনও একটি মোষ মরে পড়ে রয়েছে ক্যাম্প চত্বরে। রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতির এই উদ্যোগে খুুশি বিএসএফ ব্যাটেলিয়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584