ক্যাম্পে আটক গবাদিপশুদের জন্য খড় বিতরণ বিএসএফ ক্যাম্পে

0
152

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

ক্যাম্পে আটক গবাদিপশুরা খাবার না পেয়ে মারা যাচ্ছে, এই খবর শুনে বিএসএফের হাতে এক ডিসিএম খড় তুলে দিলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি। শুধু তাই নয় অভুক্ত পশুগুলিকে নিজ হাতে খাইয়েও দিলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার।

BSF Camp
নিজস্ব চিত্র

বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের চর হাড়ুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে। এদিন তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিজান হাসান, কাতলামারী ১ পঞ্চায়েতের প্রধান বাসুদেব সাহা, স্থানীয় হাড়ুডাঙ্গা সংসদের সদস্য মুকলেম শেখ সহ অনেকে।

জানা গিয়েছে, ওই ক্যাম্পে ৫০ -এর বেশী মোষ আটক করা ছিল। অযত্নে অবহেলায় অনাহারে মারা যেতে যেতে বুধবার ৩৬ -এ পৌঁছেছে। যা শুনে সভাপতি বুধবার দুপুরের দিকে হাড়ুডাঙ্গা ক্যাম্পে খড়ের গাড়ি নিয়ে পৌঁছন। যা দেখে প্রথমে অবাক হন বিএসএফের ১১৭ ব্যাটেলিয়নের হাড়ুডাঙ্গা ক্যাম্পের ইনস্পেক্টর দুর্গাচরণ শেট্টি সহ অনেকে।

আরও পড়ুন: বাল্যবিবাহ রোধ করতে সরকারি আধিকারিকদের চিঠি সিনি মহিলা কমিটির

পরে তাদের উর্দ্ধতন আধিকারিকদের সঙ্গে কথা বলে খড় গ্রহন করেন। দেখা গেল তখনও একটি মোষ মরে পড়ে রয়েছে ক্যাম্প চত্বরে। রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতির এই উদ্যোগে খুুশি বিএসএফ ব্যাটেলিয়ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here