কবির হোসেন, মুর্শিদাবাদঃ
শাহ মখদুম শাহ আব্দুল হামিদ সাহেবের মাজারের ঔরস উপলক্ষে চারদিনব্যাপী মেলা চাদর চড়িয়ে উদ্বোধন হল। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত হামিদপুলখুন্দি গ্রামে শাহ মখদুম শাহ পীরের ঔরস উপলক্ষে চাদর চড়িয়ে মেলার উদ্বোধন করলেন স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।
এদিন উপস্থিত ছিলেন ভরতপুরের দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি দে ও মোঃ পিকু আজিজুল হক, জলু শেখ সহ অন্যান্য নেতৃত্ব। এই মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যথা বাউল, লোকগীতি ,যাত্রা প্রভৃতি আয়োজন করা হয়েছে। শাহ মখদুম শাহের বা পীর বাবার মেলা জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা হিসেবে এলাকায় পরিচিত। সালার তথা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে উভয় সম্প্রদায়ের লোক দলে দলে এই শাহ মাখুদম শাহের ঔরসে অংশগ্রহন করেন।
উল্লেখ্য করোনা কালে সরকারি বিধিনিষেধ থাকার ফলে বিগত দুবছর এই ঔরসে শুধুমাত্র কতিপয় লোকের জন্য সীমাবদ্ধ ছিল এবং মেলা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার ঔরস উদ্বোধনী দিনেই ব্যাপক লোকের সমাগম। মেলা কমেডি থেকে মেলায় আগত ব্যবসায়ী সকলের মধ্যে তৃপ্তির হাসি লক্ষ্য করা যায়।
মেলা কমিটির সদস্য শাহজাহান বলেন, দু’বছর মেলা বন্ধ ছিল কিন্তু এই বছর অনেক বেশি সংখ্যক লোক মেলায় আসবেন বলে আশা করছেন। মেলার ব্যাপকতা লক্ষ্য করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে মেলাতে যেন কোনো রকম নিরাপদ আইন শৃঙ্খলা জনিত সমস্যা না ঘটে সেদিকে সালার থানা বিশেষ ভাবে লক্ষ্য রাখছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584