কংগ্রেসের বিরোধিতা করে কাশ্মীর ইস্যুতে ফের দেশপ্রেমের জিগির শাহর

0
54

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

অর্থনীতি নয়, ফের কাশ্মীর নিয়ে কংগ্রেস কে নিশানা অমিত শাহের।

party Amit Shah | newsfront.co
ফাইল চিত্র

দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে কেন্দ্রে থাকা বিজেপি সরকার বিরোধীদের তীব্র সমালোচনা কর্ণপাত না করে গত পাঁচ বছরের মতো আবারও তাদের প্রধান ও প্রাথমিক লক্ষ্যের মধ্যে সেই কাশ্মীরকে হাতিয়ার করছেন । দেশপ্রেমের জিগির তুলে কখনো বা কাশ্মীর কখনো পাকিস্তান , কখনো তিন তালাক বন্ধের ডাক, কখনো জয় শ্রীরাম না বলায় গণপিটুনি কে মদদ দেওয়া এহেন একাধিক পদক্ষেপকে বিজেপি তাদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে এগিয়ে চলেছে বলে মত সমস্ত বিরোধীদের ।

তাই এবার কাশ্মীর প্রসঙ্গ নিয়ে রবিবার রাহুল গান্ধীসহ কংগ্রেস কে হাতিয়ার করে বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ,”রাহুল গান্ধী এখন রাজনীতিতে এসেছেন, আর বিজেপির তিন প্রজন্ম কাশ্মীরে বলিদান দিয়েছেন।” তিনি আরও বলেন,”কংগ্রেস জাতীয় সুরক্ষা এবং অখণ্ডতার ইস্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিল। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পদক্ষেপের তীব্র প্রতিবাদও জানিয়েছে তারা।”

বিজেপির আর পাঁচজন নেতার মতো আবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অমিত শাহ কাশ্মীর নিয়ে দেশপ্রেমের জিগির তুলে মন্তব্য করেন,”কংগ্রেসের কাছে কাশ্মীর বিষয়টি রাজনীতির হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের কাছে কাশ্মীর দেশপ্রেমেরই অংশ।”

আরও পড়ুনঃ ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাড়ুই

উল্লেখ্য ঠিক যে সময় দেশের অর্থনীতির বেহাল দশা, জিডিপি নিম্নগামী, সেসময় বিজেপি চালিত কেন্দ্রর দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির দিকে না তাকিয়ে কাশ্মীর ও পাকিস্তান কে কেন্দ্র করে তাদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে চলাকে হাতিয়ার করে বিরোধীরা একের পর এক রাজনৈতিক মঞ্চ থেকে বা সোস্যাল মিডিয়ায় কাঠ গড়ায় বসাচ্ছে বিজেপিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here