দিল্লি নির্বাচনের আগে নয়া তথ্য উদঘাটন, শাহিনবাগে গুলি চালানোয় অভিযুক্ত আপের সদস্য

0
81

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, শাহিনবাগে গত সপ্তাহে প্রকাশ্যে গুলি চালানোয় অভিযুক্ত ব্যক্তি আসলে ‘আপ’-এর সদস্য। জানা গেছে, অভিযুক্ত কপিল গুজ্জর নিজেই একথা স্বীকার করেছে।

Kapil Gujjar | newsfront.co
অভিযুক্ত কপিল গুজ্জর। চিত্র সৌজন্যঃ এনডিটিভি বাংলা

আরও পড়ুনঃ জামিয়া শাহিনবাগের আন্দোলন রাজনৈতিক ষড়যন্ত্র, মত মোদির

অপরাধ দমন শাখার আধিকারিকরা জানান, শনিবার শাহিনবাগে শূণ্যে গুলি চালায় অভিযুক্ত। যেখানে সে গুলি চালায়, তার সামান্য দূরত্বেই ছিলেন মহিলা ও শিশুরা। গুলি চালানোর সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া ছাড়াও সে প্রকাশ্যে বলে, আমাদের দেশে শুধু হিন্দুরাই সুবিধা পাবে, আর কেউ নয়।

এনডিটিভি সূত্রে জানা গেছে, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তা রাজেশ দেও সাংবাদিকদের জানান, পুলিশের প্রাথমিক তদন্ত এবং কপিলের ফোনে পাওয়া ছবি থেকে জানা গেছে, সে আর তার বাবা এক বছর আগে আপে যোগ দিয়েছে।

আরও পড়ুনঃ সিএএ-এনআরসি- সহ একাধিক দাবি নিয়ে কেন্দ্রকে তোপ কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্রের

ছবিতে, তাকে আপ নেতা সঞ্জয় সিং এবং অতিশি মার্লেনার সঙ্গে দেখা গিয়েছে। তিনদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর তার আগেই দিল্লি পুলিশের তরফে এই তথ্য প্রকাশ পেল। রাজনৈতিক মহলে এ নিয়ে কথা চলছে।

আশঙ্কা, দিল্লির জনতার আপের উপর একছত্র বিশ্বাস এবং ভরসা ভঙ্গের জন্যই কি এই সময়ে এমন তথ্য প্রকাশ করল দিল্লি পুলিশ। পাশাপাশি এবার দিল্লি বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে ৫০ দিনেরও অধিক সময় ধরে চলা শাহিনবাগের প্রতিবাদ।

আম আদমি পার্টির বিরুদ্ধে শহরে বিক্ষোভ তৈরি করা এবং বিক্ষোভকারীদের মদত জোগানোর অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের বিরুদ্ধে ‘জঙ্গিদের বিরিয়ানি খাওয়ানো’র অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রীকে জঙ্গি বলে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকড়।

সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার জেপি নাড্ডা বলেন, “আজ দিল্লি এবং দেশ আম আদমি পার্টির নোংরামো দেখতে পাচ্ছে। রাজনৈতিক আশা পূরণের জন্য দেশের নিরাপত্তা বিকিয়ে দিচ্ছেন কেজরিবাল ও তাঁর লোকেরা। অতীতে, সেনাবাহিনীকে অপমান করতেন কেজরিবাল এবং জঙ্গিদের সমর্থন করতেন। তবে আজ, তাঁর সঙ্গে এক জঙ্গির যোগ প্রকাশ পেয়েছে।”

অন্যদিকে এর উত্তরে সঞ্জয় সিং বলেন, “এই সময়ে, নির্বাচনের আগে, ছবি এবং ষড়যন্ত্র দেখা যাবে। নির্বাচনের আর মাত্র তিন থেকে চারদিন বাকি। যতটা পারে নোংরা রাজনীতি করবে বিজেপি। কারও সঙ্গে ছবি থাকার কী অর্থ হয়?”

পাশাপাশি কেজরিবাল বলেন, “অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি খুবই ক্ষমতাবান। আপনারা কি মনে করে, তিনি চাইলে রাস্তা মুক্ত করতে দিতে পারেন না? তিনি তা করবেন না, কারণ, পুরো দিল্লি নির্বাচন তিনি শাহিনবাগকে হাতিয়ার করে লড়তে চান। বিজেপির অন্য কোনও ইস্যু নেই”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here