ওয়েবডেস্কঃ
গত ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার জেরে ৪০ ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন । ঘটনার পর ভারতীয় সেনা বাহিনীর প্রধান সহ কেন্দ্র সরকার অভিযোগের তির নিক্ষেপ করেছে পাকিস্থানের উপর । ভারতের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে পাকিস্থান জঙ্গি সংগঠনগুলোকে মদত দিচ্ছে । পাশাপাশি এই হামলার দায় পাকিস্থানের বলে সরাসরি তোপ দেগেছে ভারত সরকার ।
কিন্তু ভারতের অভিযোগকে নস্যাৎ করে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান আগেই জানিয়েছেন “ভারত পাকিস্তানকে কোনও তথ্য ছাড়াই দোষারোপ করছে। যদি তোমাদের কাছে কোনও প্রমাণ থাকে তাহলে আমরা দেখব। এটা আমাদের জন্য, আমরা চাইব না কেউ আমাদের দেশ থেকে আতঙ্ক ছড়াক। আমি ভারত সরকারকে বলছি, যদি এই আক্রমণের পিছনে পাকিস্তানের কোনও হাত থাকার প্রমাণ দিতে পারে তাহলে আমরা ব্যবস্থা নেব।”
আজ আবার ইমরান খানের সুরে সুর মিলিয়ে পাকিস্থানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাইদ আফ্রিদি পাকিস্থানের সংবাদ এক মাধ্যমকে জানান “কোনও প্রমাণ ছাড়াই ওরা সরাসরি সব দোষ পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আগেই পরিষ্কার করে তাঁর মতামত জানিয়েছিলেন। সেখানে তিনি ভারত, ছাড়াও আফগানিস্তান, ইরান ও চিনের সঙ্গে সম্পর্ক ভাল করার কথা বলেছিলেন।” আরও একধাপ এগিয়ে গিয়ে আফ্রিদি মন্তব্য করেন “কঠিন সময়েই তুমি চিনতে পারবে কে তোমার বন্ধু। ওরা বিশ্বকে কী দেখাতে চাইছে, যে ওরা শিক্ষিত? শিক্ষিত মানুষরা এরকম ব্যবহার করে না।”
প্রসঙ্গত উল্লেখ্য , ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই জানিয়েছে সরকারের অনুমতি ছাড়া বিশ্বকাপে তারা পাকিস্তানের সাথে মাঠে নামতে ইচ্ছুক নয়। পিএসএল সম্প্রচার থেকেও আম্বানিরা হাত তুলে নিয়েছে। এই প্রসঙ্গেই তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃপুলওয়ামা সন্ত্রাসের জের! অবশেষে আধাসামরিক বাহিনীর জন্য বিনামূল্যে বিমান পরিষেবা
বুধবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে পাকিস্থানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করেন “পুলওয়ামায় গত সপ্তাহে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমি মনে করি, এই আক্রমণের পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট, হকি বা ফুটবল নয়, সব রকম সম্পর্কই ছিন্ন করা উচিত ভারতের।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584