নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘মুখোশ’-এর ট্রেলার ইতিমধ্যেই হাজির দর্শকের সামনে। ট্রেলারেই বাজিমাত করেছে বিরসার ভাবনা, অনির্বাণ, কৌশিক সেন, চান্দ্রেয়ী, পায়েল, শাহিরের অভিনয়গুণে সমৃদ্ধ ‘মুখোশ’।
ট্রেলারের শুরুতেই অন্ধকারময় পুরনো কলকাতার দৃশ্য ফুটে উঠেছে। সেখানে ঘটতে থাকে একের পর এক খুন, বয়ে চলে রক্তবন্যা, জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। কিন্তু কেন? কারণ কেই জানে না। ওদিকে কলকাতা পুলিশের হয়ে এক ভয়াবহ খুনের মামলার রহস্যভেদে ছুটছেন অনির্বাণ ভট্টাচার্য। অন্যান্য তদন্তকারী অফিসারদের মধ্যে দেখা যাচ্ছে চান্দ্রেয়ী ঘোষ এবং অনির্বাণ চক্রবর্তীকে। প্রশ্ন উঠছে খুনি মানসিক ভাবে ভারসাম্যহীন নাকি স্থিতিশীল?
This is just the beginning @shahir_raj 🙌🏼#Mukhosh in theatres this August! #OfficialTrailer Out Now #SVF25 #RoaringReleases https://t.co/XFrSCynfID
— SVF (@SVFsocial) August 1, 2021
ভেড়ার মুখোশ পরে কে পুলিশের চোখে ধুলো দিচ্ছে বারবার? প্রশ্ন এটাই। ট্রেলারের একেবারে শেষ দৃশ্যে পাহাড় থেকে অনির্বাণের ঝাঁপ দেওয়ার দৃশ্য আগ্রহের পারদ চড়ায়।
প্রসঙ্গত, শাহির রাজ ছাড়া এই ছবিতে সকলেই প্রায় বহু পরিচিত মুখ। শাহিরকে বড়পর্দায় এই প্রথমবার দেখা যাবে। শাহিরকে দেখা যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে। অভাব আছে বোঝা যায়। তা হলে সে-ই কি ভেড়ার মুখোশ পরে ঘুরে বেড়ায়? নাকি অন্য কেউ? জানতে আর বেশি দিন বাকি নেই। তবে, রবিবার এস ভি এফ-এর তরফে শাহিরের উদ্দেশ্যে টুইট করা হয়। তাই শাহিরের চরিত্রটা যে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুনঃ মানুষের জীবন রঙিন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আসছে নতুন শো ‘রিশতা’
শাহিরকে জিজ্ঞেস করা হলে বলেন- “এই ব্যাপারে আমি এখন কিছুই বলতে পারব না। তবে, কম সময়ের জন্য হলেও খুব ভাল এবং গুরুত্বপূর্ণ একটা চরিত্রে আছি। বিরসা দা সহ গোটা টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি আপ্লুত৷”
আরও পড়ুনঃ অগাস্টের ৬-তে ঘটবে ‘কালিম্পং ক্রাইমস’
মুখোশের আড়ালে যে ভয়াবহ সত্যিগুলো লুকিয়ে আছে, তা শেষ অবধি খুঁজে বের করবে কে? এই উত্তর দর্শক পাবে খুব শীঘ্রই। অগাস্টেই প্রেক্ষাগৃহে আসছে ‘মুখোশ’। এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন শুভঙ্কর ভড় এবং সঙ্গীত পরিচালনা করেছেন নবারুন বসু। আগামী ১৩ অগাস্ট মুক্তি পাবে ‘মুখোশ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584