সুপ্রিমকোর্টে কোরানের বাণী মুছে দেওয়ার আর্জি, রিজভীর সমালোচনায় সরব শাহনওয়াজ

0
110

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভীর কঠোর সমালোচনায় সরব বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন।

Supreme court | newsfront.co

কোরানের ২৬টি বাণী মুছে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হন ইউপি শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভী। রিজভীর দাবি, কোরানের এই বক্তব্যগুলি সর্বৈবভাবে হিংসা প্রচার করে।

রিজভীর এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে শাহনওয়াজ হুসেনের বক্তব্য তাঁর দল অর্থাৎ বিজেপি যেকোন ধর্মীয় বক্তব্যের অবমাননার বিরোধী। বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেছেন, “ওয়াসিম রিজভীর কোনভাবেই উচিত নয় এমন কোন পদক্ষেপ নেওয়া যা দেশের পরিবেশ পরিস্থিতি বিঘ্নিত করতে পারে।”

আরও পড়ুনঃ দেশে সবচেয়ে বেশি পুলিশ শূন্যপদ উত্তরপ্রদেশে, জানালো কেন্দ্র

তিনি আরও বলেন, “রিজভীর এই পদক্ষেপের আমি তীব্র বিরোধিতা করছি। কোরান সহ অন্য যেকোন ধর্মের ধর্মীয় বক্তব্য সম্পর্কে এধরনের বিকৃত অর্থ তৈরি করার ঘোরতর বিরোধী আমার দল বিজেপি এবং এমন কোনো কাজের কঠোর সমালোচনা করে থাকে বিজেপি।”

আরও পড়ুনঃ মাত্র একজন মহিলা বিচারপতি! চিন্তার বিষয়ঃ ডি ওয়াই চন্দ্রচূড়

যেকোন ধর্মের অবমাননা যাঁরা করে থাকেন বিজেপি সম্পূর্ণ ভাবে তাঁদের বিরুদ্ধে, বলেন তিনি। “কোরান হোক বা অন্য যে কোন ধর্মীয় গ্রন্থ, তার কোন রকমের পরিবর্তনের সায় নেই বিজেপির।” বলেছেন শাহনওয়াজ হুসেন।

একই সঙ্গে তিনি বলেন, ” রিজভীর দৃষ্টিভঙ্গী সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, এমন কোনো কাজকেই বিজেপি সমর্থন করে না। ওয়াসিম রিজভীর কোনো অধিকার নেই আর পাঁচজন সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত করার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here