নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সমরেশ মজুমদারের লেখা বিখ্যাত উপন্যাস ‘এই আমি রেণু’কে এবার বড়পর্দায় নিয়ে হাজির পরিচালক সৌমেন সুর। সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার। ৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির পথে এই ছবি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, গৌরব চক্রবর্তী, সোহিনী সরকার, সোহম চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অলিভিয়া সরকার সহ আরও অনেকে। ট্রেলার লঞ্চে হাজির ছিলেন পরিচালক সৌমেন সুর, সোহিনী সরকার এবং অলিভিয়া সরকার। প্রত্যেকেই এই ছবি নিয়ে বেশ আশাবাদী। রেণুর চরিত্রে সোহিনী।
অভিনেত্রী জানান- “যারা আশি বা নব্বইয়ের দশকে প্রেম ভালোবাসায় মজেছেন তাঁরা এই ছবি খুব উপভোগ করবেন৷ কেননা তাঁদের সময়ে মোবাইল ছিল না। ফলত সোশ্যাল মিডিয়া ছিল না৷ সেই সময়ে একে অপরকে প্রেমপত্র লিখত কাগজে কলমে। আজ সেই দিন অতীত। এখনকার ছেলেমেয়েরাও সেই সময়কার প্রেমের গুরুত্ব এবং মাধুর্য উপভোগ করবে এই ছবি দেখলে।”
আরও পড়ুনঃ শহরের বুকে আসছে ‘স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’
পরিচালক সৌমেন সুরের কথায়- “সবাই হলে গিয়ে ছবিটি দেখলে পরিচালকরাও আগামীতে আরও ছবি বানানোর জন্য উৎসাহিত হবে।” অলিভিয়াও ট্রেলার দেখে বেশ আপ্লুত। এখানে তিনি রেণুর বান্ধবী ঝুমার চরিত্রে রয়েছেন। তাঁর কথায়- “এহেন গল্প সিনেমা হলেই দেখা প্রয়োজন।”
আরও পড়ুনঃ আসছে ‘নয়নতারা’, প্রবীণ চরিত্রে গৌরব মণ্ডল
ছবির কাহিনি ও চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মোনালি ঠাকুর, কৈলাস খের। ডি ও পি গোপি ভগত। গানের কথা ও সুর রানা মজুমদারের। ‘অংশ মুভিজ’-এর প্রযোজনায় সেলিম ও স্বর্ণর নিবেদনে ৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584