কান্দি সফরে এলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী, দেখা করলেন উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা সুলতানার সঙ্গে

0
304

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী সাহরিয়ার আলম এসে উপস্থিত হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজে। বীরভূম থেকে সড়ক পথে বাংলাদেশের বিদেশমন্ত্রী সাহরিয়ার আলম কান্দি রাজ কলেজের অধ্যক্ষের ডাকে সাড়া দিয়ে কান্দি রাজ কলেজে এসে ভাষা আন্দোলনের নেতা আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করেন এবং কান্দি রাজ কলেজ চত্বর ঘুরে দেখেন।

Kandi Raj college
মাল্যদান। নিজস্ব চিত্র

কলেজ চত্বর ঘুরে দেখার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ১৯৬১ সালে কান্দি জেমো এন এন উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে রাজ কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও রাজ কলেজের কোর্সটি সম্পন্ন করতে পারেননি সাংসারিক কারণে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য। এদিন রাজ কলেজের শিক্ষাগত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি।

Bangladesh Foreign minister
নিজস্ব চিত্র
shahriar alam
রুমানা সুলতানার সঙ্গে বাংলাদেশ বিদেশমন্ত্রী সাহরিয়ার আলম

কলেজ পরিদর্শন করবার পর সাহরিয়ার আলম এ বছরের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানের বাড়ি যান। সেখানে তিনি রুমানা সুলতানাকে সম্বর্ধনা জানান। পাশাপাশি রুমানা সুলতানার পরিবারের হাতে বাংলাদেশের ইলিশ তুলে দেন। সব মিলিয়ে বাংলাদেশ সরকারের বিদেশমন্ত্রী সাহরিয়ার আলমের আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা কান্দি শহর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here