পর্দায় নতুন রূপে শাহরুখ-কাজল জুটি

0
270

পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ

জিরো সিনেমায় ক্যাটরিনা কাইফ আর অনুষ্কা শর্মা ,রানি মুখার্জি ছাড়াও শাহরুখ খানের সাথে দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়ার কাজলকে।
ভারতের সবচাইতে সফল এই জুটি প্রত্যেকটি চলচ্চিত্রই ভারতের সবচাইতে জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় রয়েছে।এবার  এই জুটিকে দেখা যাবে আনন্দ এল রাইয়ে’র ‘জিরো’ সিনেমার বিশেষ দৃশ্যে।বলিউডের বিখ্যাত এই দুই তারকা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মাধ্যমে কালজয়ী জুটিতে পরিনত হয়েছেন।

ছবিঃ প্রতিবেদক

তরুণ-তরুণীর প্রেম- ভালোবাসা আর ছোট-ছোট দুঃখের কথা প্রকাশে এই জুটির তুলনা হয় না।জিরো সিনেমার শুটিংয়ের বিষয়ে কাজল এক সাক্ষাৎকারে  বলেন, “আসলে আমরা আধা ঘণ্টা শর্ট দিয়েছি।সেটা ছিল দারুণ। শাহরুখের সঙ্গে কাজ করা সব সময় কল্পনার মতো মনে হয়।সে সত্যিই মজার মানুষ।কারণ সে দুর্দান্ত অভিনেতা।”তার সঙ্গে কাজ করার সময় অভিনয়টা প্রকৃতিগতভাবে চলে আসে বলেও জানান বলিউড অভিনেত্রী কাজল।এছাড়া এই ছবিতে রানি মুখার্জি সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকাদের দেখা যাবে।আরও থাকছে ক্যাটরিনা কাইফ আর অনুুষ্কা শর্মাও।

আরও পড়ুনঃ মুক্তির আগেই রেকর্ড থালাইওয়া-অক্ষয়ের ‘টু পয়েন্ট জিরো’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here