মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
১৯৮৯। রাজ কুমার কাপুর পরিচালিত হিন্দি ধারাবাহিক ফৌজিতে দর্শকের সঙ্গে প্রথম পরিচয় হয় বছর ২৪-এর স্মার্ট ছেলেটির। উচ্চতায় খুব একটা লম্বা নয় সে, দুধে আলতার মতো গায়ের রং নয় তাঁর। সাধারণ পরিবারের ছেলে। কিন্তু একদিন যে এই সাধারণ ছেলেটাই রাজা হয়ে উঠবে তা কে জানত? ৩২ বছর আগে যে ছেলেটা ফৌজির চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিল সেই ছেলেটাই আজ বলিউড বাদশা।
হ্যাঁ, কথা হচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খান-কে নিয়েই। চোখে একরাশ স্বপ্ন নিয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। ধীরে ধীরে সেই স্বপ্নগুলো সাজিয়ে তিনি গড়ে তুলেছেন মন্নতের মতো এক অট্টালিকা। যে অট্টালিকার সামনে আজকের দিনে মানুষের ঢল নামে, শুধু একঝলক তাঁকে দেখার জন্য। কারণ, ২ নভেম্বর কিং খানের জন্মদিন। আর এই একটা দিনেই অনুরাগীদের সঙ্গে দেখা করতে মন্নতের বারান্দায় আসেন শাহরুখ।
প্রত্যেক বছরের মতো এবছরও মঙ্গলবার বাদশা-র জন্মদিনে মন্নতের সামনে সেই চেনা ছবি ধরা পড়ল। সকাল থেকেই মন্নতের সামনে সহস্র অনুরাগীদের ভিড়ে উপচে পড়ছে। কখন অট্টালিকার বারান্দায় আসবেন কিং খান। আবারও চেনা ভঙ্গিতে হাত নাড়বেন, হাসবেন। এই আশাতে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও মেলেনি ‘বাদশা’-র দেখা। কিন্তু অপেক্ষারত ভক্তদের জন্য জল-খাবার পাঠালেন শাহরুখ। অপেক্ষা করতে করতে আচমকাই ‘মন্নত’-এর ভিতর থেকে দু’রকমের বিস্কুটের প্যাকেট এবং ছোট একটি করে জলের বোতল এল ভক্তদের কাছে।
Snacks by Shah Rukh Khan for those who are standing outside his home mannat! ❤#HappyBirthdaySRK pic.twitter.com/OZSwMp0YhL
— Azaan ᴾᵃᵗʰᵃⁿ (@SRKFanAzaan) November 2, 2021
এরপরই এক অনুরাগী টুইটারে সেই ছবি পোস্ট করে তাঁদের প্রিয় বলিউড তারকা শাহরুখ খানকে ধন্যবাদ জানালেন। দু’দিন আগেই আর্থার রোড জেল থেকে ছাড়া পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান। জানা গিয়েছে, ছেলের মানসিক স্বাস্থ্যের জন্যই স্বপরিবারে ‘মন্নত’ ছেড়ে আলিবাগের বাগানবাড়িতে গিয়েছেন কিং খান।
এদিকে, ছেলে আরিয়ান খানের ঘরে ফেরা এবং শাহরুখের জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই ‘মন্নত’-এ উৎসবের আমেজ। সহস্র আলোয় নতুনভাবে সেজে উঠেছে বাদশার অট্টালিকা। শাহরুখ খানের ৫৬ তম জন্মদিনে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা থেকে শুরু করে তাঁর অনুরাগীরা প্রত্যেকেই। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন অভিনেত্রী মালাইকা আরোরা। টুইটে অভিনেত্রী লিখেছেন, “২৩ বছর আগেও আমি একজন ফ্যান গার্ল ছিলাম। এখনও তাই থাকবো।”
আরও পড়ুনঃ কিছু সম্পর্কের কোনও নাম হয় না, দিওয়ালিতে ভাইরাল অ্যামাজনের বিজ্ঞাপন
অভিনেত্রী টুইটে আরও লিখেছেন যে, “এতবছর ধরে আপনাকে দেখছি। এই ইন্ডাস্ট্রিতে যেভাবে আপনি নিজেকে ধরে রেখেছেন অর্থাৎ যেভাবে আপনি নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন, এটা শুধু একটা ভালো খবর তা নয়, এটা অনুপ্রেরণাদায়ক। আপনি যেভাবে প্রতিদিন এবং প্রতিবছর আপনার চারপাশের মানুষকে খুশি করতে আরও ভালো কাজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সে বিষয়ে সত্যিই কিছু বলার নেই। দারুণ। এবছর এইদিনটা অতিরিক্ত বিশেষ দিন। এই দিনটি অতিরিক্ত মিষ্টি এবং আমি আশা করি এই দিনটি সর্বদা এভাবেই থাকবে। কারণ, এটি এখন ও চিরকাল আপনার প্রাপ্য। শুভ জন্মদিন শাহরুখ খান।”
আরও পড়ুনঃ সায়নদীপের ‘আসমানী ভোর’-এ থাকছেন দেবদূত-কিঞ্জল-পূজারিণীও
উল্লেখ্য, শাহরুখ অভিনীত ‘দিল সে’ ছবির জনপ্রিয় গান ‘ছাঁইয়া ছাঁইয়া’-তে দেখা গিয়েছিল মালাইকাকে। এরপর ‘কাল’ ছবিতেও ‘কাল ধামাল’ গানের একটি নাচের দৃশ্যে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও মালাইকা-কে। এছাড়াও ‘ওম শান্তি ওম’ ছবিতে ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানেও কিং খান ও মালাইকা আরোরা-কে একসঙ্গে দেখা গিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584