শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বলিউডের কিং খান আর ক্রিকেট দুটোই ওতোপ্রোতভাবে জড়িত। আর শাহরুখ খানের ক্রিকেট প্রীতি কতটা সেটা তার ক্রিকেট মাঠে উপস্থিতি প্রমাণ করে দেয়। সবসময় গ্যালারিতে উপস্থিত থেকে দলকে চিয়ার আপ করে যান তিনি। এছাড়াও দলের প্রতিটি খেলোয়াড়দের সাথে থাকে তার মধুর সম্পর্ক।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগ আইপিএল এর প্রথম আসর থেকেই তিনি মালিকানা করে আসছেন কলকাতা নাইট রাইডার্সের। এছাড়াও টিম কিনেছেন আরও এক জনপ্রিয় লীগ সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে। সেখানে তাঁর দলের নাম ট্রিনবাগো নাইট রাইডার্স।
তবে তিনি আবারও দল কিনে চমক দিচ্ছেন আরব আমিরাতে হতে চলা টি-টোয়েন্টি লীগে। সামনে বছর জানুয়ারি মাসে আরব আমিরাতে একটি টি-টোয়েন্টি লীগ অনুষ্ঠিত হবে। সেই লীগে একটি দল নিয়েছেন কিং খান । খবরটি নিশ্চিত করেছেন লীগ আয়োজক কর্তৃপক্ষ। তবে দলের নাম কি হবে সেটা এখনও নিশ্চিত করা হয়নি।
আরও জানা গিয়েছে ছয়টি দল নিয়ে এই টূর্ণামেন্ট আয়োজিত হবে। ছয়টি দলের মধ্যে পাঁচটি দল নিশ্চিত হয়ে গেছে । তবে শুধু শাহরুখ খান নয়, শাহরুখ খান ছাড়াও আইপিএল এর আরও দুইজন ফ্রাঞ্চাইজি দল কিনেছেন এই লীগে। এরা হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এর মালিক মুকেশ আম্বানি ও দিল্লি ক্যাপিটালসের এর অংশীদার কিরণ কুমার গান্ধির। যদিও দিল্লি ক্যাপিটালসের আরও এক অংশীদার পার্থ জিন্দল, এই দলে অংশীদারিত্ব নেননি। কিরণ কুমার ব্যক্তিগত ভাবে নিজে এই দল কিনেছেন।
এছাড়াও আর দুটি দল কিনেছেন, অর্থলগ্নি সংস্থা ক্যাপ্রি গ্লোবাল ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জনপ্রিয় বিগ ব্যাশ লীগের ফ্রাঞ্চাইজি সিডনি সিক্সার্স। তবে সূত্রের খবর ষষ্ঠ দলটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম ঐতিহাসিক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর এটি সত্যিকার অর্থে হলে, এটিও হবে টূর্ণামেন্টের সবচেয়ে বড় চমক। এর আগেও ক্লাবটি আইপিএলে দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু দরপত্রে পিছিয়ে থাকায় দলের মালিকানা পায়নি তারা।
আরও পড়ুনঃ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে রোহিতের হাতে ধরে কিউইদের বিপক্ষে সিরিজ জয়
আইপিএল বোর্ড এর প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমনের মস্তিষ্ক প্রসূত এই প্রতিযোগিতাটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসে এই টূর্ণামেন্ট টি মাঠে গড়াবে। আয়োজনের দায়িত্বে থাকবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আরব আমিরাত ক্রিকেট বোর্ড দল কেনার জন্য প্রথমে কলকাতা, মুম্বই ও চেন্নাই ফ্রাঞ্চাইজির কাছেও আবেদন করেছিল। প্রথমে চেন্নাই ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করলেও পরে পিছিয়ে আসে তারা।
আরও পড়ুনঃ অধিনায়কের আর্ম ব্যান্ড পরেই কোহলিকে ছুঁয়ে ফেললেন হিটম্যান রোহিত শর্মা
আরব আমিরাত ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, আরব আমিরাত শাহরুখ খান এর কাছে দ্বিতীয় ঘরের মতো। তাই তারা নিশ্চিত ছিলেন তাঁর দল কেনার ব্যাপারে। আরব আমিরাতে শাহরুখ খান এক বিশাল ব্র্যান্ড। তাই তাঁর দল কেনায় উচ্ছ্বসিত আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584