ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তনে খুশি শাহরুখ তনয়া সুহানা খান

0
187

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

ত্বকের রঙ দিয়ে কখনো সৌন্দর্য বিচার করা যায় না। এটা বিশ্বাস করেন শাহরুখের ‘শ্যামলা’ কন্যা সুহানা খানও। ‘ডার্ক ইজ বিউটিফুল টু’- এই আদর্শেই বিশ্বাসী সুহানা। তাই বহুজাতিক সংস্থা হিন্দুস্থান ইউনিলিভারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ফেয়ার শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন তিনি।

Suhana Khan | newsfront.co
সুহানা খান

বৃহস্পতিবারই হিন্দুস্তান ইউনিলিভারের তরফে জারি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘কোম্পানির স্কিনকেয়ার পোর্টফোলিও বা ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধন পণ্য সব স্কিন টোনের জন্য এবং সৌন্দর্যের প্রতিটি বৈচিত্রই অনন্য। এরই ধারাবাহিকতায় কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তন করতে যাচ্ছে।

আরও পড়ুনঃ ঋতাভরীর জন্মদিন

ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুমোদনের জন্য গিয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই নতুন নামে ও নতুন রূপে সামনে আসবে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’। এই সিদ্ধান্তে খুশি সুহানা। শাহরুখ খান ২০১৮ সালে এক সাক্ষাৎকারে সুহানাকে ‘শ্যামলা’ বলে উল্লেখ করেছিলেন।

আরও পড়ুনঃ সেরা সিনেমাটোগ্রাফির খেতাব জিতল সত্যজিতের ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’

তিনি বলেন, ‘সত্যি বলতে আমার মেয়ে শ্যামলা কিন্তু আমার চোখে ওই এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কন্যা। আমাকে এই নিয়ে কেউ অন্যকিছু বললেও আমি মানব না’। মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মীর হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকে গোটা বিশ্বে বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলন জোরালো হয়েছে। এরপরই গর্জে উঠেছে গোটা দেশ।

‘ফেয়ার অ্যান্ড লাভলি’-র নামের মধ্যেই বর্ণবিদ্বেষী মনোভাব খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। সেই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয় নেটদুনিয়ায়। মূলত তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here