শ্রদ্ধা কাপুরের নেলপালিশ নিয়ে চম্পট দিল ‘ক্রাইম মাস্টার গোগো’

0
242

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

মনে পড়ে ক্রাইম মাস্টার গোগো-কে? কালো প্যান্ট-জামা, কালো চশমা আর পিঠে লাল চাদর। সলমন খান ও আমির খান অভিনীত বলিউড সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’-তে ক্রাইম মাস্টার গোগো থুড়ি শক্তি কাপুরের এমনই পোশাক ছিল। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। সেখানে ক্রাইম মাস্টার গোগোর চরিত্রে অভিনয় করেছিলেন শক্তি কাপুর।

Shakti Kapoor Shradha Kapoor
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

পরবর্তীকালে ক্রাইম মাস্টার গোগোর নামেই জনপ্রিয়তা পেয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ক্রাইম মাস্টার গোগোর চরিত্রটি যেন তাঁর পরিচয়ের সঙ্গে চিরকালের জন্য জুড়ে যায়। এবার সেই চরিত্রকেই নতুন ভাবে নিয়ে আসছে ডিজনি প্লাস হটস্টার।

 

সম্প্রতি, শক্তি কাপুরের মেয়ে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে শ্রদ্ধা নেল পালিশ নিয়ে ব্যস্ত রয়েছেন, সেই সময় তাঁর বাবা ক্রাইম মাস্টার গোগোর পোশাক পরে তাঁকে চমকে দিয়েছেন এবং সেই ফাঁকে শ্রদ্ধার নেল পালিশ চুরি করে পালিয়ে গিয়েছেন।

https://www.instagram.com/p/CRgFGMbjvmu/?utm_medium=copy_link

ডিজনি প্লাস হটস্টারের তরফ থেকে ঘোষণা হয়, ক্রাইম মাস্টার গোগোকে নতুন মোড়কে আনছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় একটি মজার ভিডিয়োও। এই ছবিতে থাকছেন শক্তি কাপুরের কন্যা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

আরও পড়ুনঃ পর্দায় লেখকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গান গাইবেন গার্গী

শক্তি কাপুর ভিডিওয় শ্রদ্ধার সামনে এসে বলেন, “আমি ক্রাইম মাস্টার গোগো, আমি ফিরে এসেছি, কিছু না কিছু লুট করে যাব”। ভিডিওতে শ্রদ্ধা তাঁর বাবাকে ‘বাপু’ বলে সম্বোধন করেছেন। এই সব ঘটনা চলতে চলতেই শক্তি কাপুর নিজের কাজ করে চলে গিয়েছেন। পরে দেখা গিয়েছে তিনি শ্রদ্ধার নেল পালিশ চুরি করে পালিয়ে গিয়েছেন। এই সব ঘটনার পর শ্রদ্ধা বলেছেন, “আরে বাপু, নেল পালিশটাতো ছেড়ে দিতে পারতে”। ওই ওটিটি সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশ কিছু প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেও প্রবীণ অভিনেতাকে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ পর্ন তৈরির অভিযোগে গ্রেফতার রাজ কুন্দ্রাকে কটাক্ষ কঙ্গনার, বলিউডকে বলে বসলেন নর্দমা!

এ বিষয়ে শক্তি কাপুর এক সাক্ষাৎকারে বলেছেন, “বিষয়টি নিয়ে বেশি কিছু বললে সাসপেন্স নষ্ট হয়ে যাবে। আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মই গোটা বিষয়টি আপনাদের জানাবে।” তিনি অরও বলেন, “নিজের মেয়ে শ্রদ্ধার সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো মধুর। আমি নিজেই শ্রদ্ধার বড় ভক্ত। আমার ক্রাইম মাস্টার গোগো চরিত্রটা ওঁ খুব ভালবাসে। আমার মেয়ে সব জায়গায় মজা করে বলে ওঁ নাকি ক্রাইম মাস্টার গোগি। কেউ যদি কোনও ছবি বানায় আর নাম দেয় ‘ক্রাইম মাস্টার গোগো অউর উসকি বেটি’ তা হলে আরও ভাল হয়।”

‘আন্দাজ আপনা আপনা’ তৈরি হওয়ার সময় শক্তিকে প্রথমে ওই চরিত্রের জন্য ভাবা হয়নি। ভাবা হয়েছিল টিনু আনন্দকে। কিন্তু ডেট না পাওয়ার ফলে শক্তির কাছে অফার আসে। এটাই হয়ে শক্তি কাপুরের সাফল্যের সিড়ি। তারপর ‘কুরবানি’, ‘রকি’, ‘হিম্মতওয়ালি’, ‘সুভাষ ঘাই’, ‘হিরো’ সহ প্রায় ৭০০-রও বেশি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here