নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কাজিচক ও খন্যডিহি গ্রামের সুতি খালের উপর একটি বাঁশের সেতু রয়েছে। এই সেতুর উপর দিয়ে দুই থেকে তিনটি গ্রামের মানুষ যাতায়াত করে, শুধু তাই নয় গ্রামের ছাত্র-ছাত্রীরাও এই বাঁশের সেতুর উপর নির্ভরশীল। বেশ কিছুদিন ধরে এই বাঁশের সেতু অবস্থা খুব ভালো নয় যার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
আরও পড়ুনঃ বালি পাচারকারীদের হাতে আক্রান্ত বিডিও
বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা না হওয়ায় অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই মাসের মধ্যে বাঁশের সেতুটি পরিবর্তন করে দ্রুত কংক্রিটের সেতু তৈরি করতে হবে। কয়েক ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর স্থানীয় বিডিও ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে বিডিও আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584