শালবনী কলকাতা বাস যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন

0
157

বদরুল আলম, পশ্চিম মেদিনীপুর

শালবনী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী মেনে অবশেষে আজ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শালবনী – কলকাতা বাসের শুভ সূচনা হল । শালবনী তে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সবুজ পতাকা নাড়িয়ে এর সূচনা করেন । পরিবহন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ , শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত , পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তরা সিং , দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মহানির্দেশক শুভেন্দু বসু , শালবনী ট্যাঁকশালের জেনারেল ম্যানেজার এস থালিবোরাপ্পা প্রমুখ ।


পরিবহন মন্ত্রী বলেন , ” এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী কে মাথায় রেখেই এই বাস যাত্রার সূচনা । পরবর্তী কালে যদি দেখা যায় সরকারী বাসে চড়ার প্রবনতা এলাকার মানুষের মধ্যে বাড়ে তাহলে আরো একটি বাসের ব্যাবস্থা করে দেওয়া হবে । কারন এই এলাকার প্রচুর মানুষ প্রতিদিন কলকাতা যায় নানান কাজে । কোন কারনে ট্রেন মিশ হয়ে গেলে সমস্যায় যাতে না পড়েন সেই জন্য বাসের সময় গুলি সুবিধা মতন করে দেওয়া হবে ” ।
আপাতত বাস শালবনী সকাল সাড়ে পাঁচটায় ছাড়বে এবং ফেরার সময় কলকাতাতে বিকাল পাঁচটায় ছাড়বে । একই সাথে শুভেন্দু অধিকারি বলেন , শালবনীতে একটি বাস টার্মিনাল করে দেওয়া হবে । তাতে যাত্রীদের সকল প্রকার স্বাচ্ছন্দ থাকবে তার জন্য শালবনী পঞ্চায়েত সমিতিকে স্থান নির্বাচন করে স্কীম জমা দেওয়ার কথা বলেন ।

তিনি জানান , “আমাদের সরকারের আরো অনেক চিন্তা ভাবনা রয়েছে জঙ্গল মহল কে নিয়ে । তার সব গুলি পূর্ন করা হবে । শালবনী পঞ্চায়েত সমিতি যেন খুব তাড়াতাড়ি শালবনী কে অালোকিতকরন করার জন্য আনুমানিক ব্যায় কত হবে তার খসড়া জমা দেন । তাহকে টাকা মঞ্জুর করে দেওয়া হবে “। এদিকে এই বাসের শুভ সূচনা হওয়ায় খুশী এলাকাবাসী । শালবনী এলাকার এক প্রাথমিক শিক্ষক তন্ময় সিংহ বলেন , ” এটা আমাদের দীর্ঘ দিনের দাবী ছিল । তা পূর্ণ হওয়ায় খুশী আমরা ।

এছাড়াও নতূন ঘোষ , মুরারী গরাই , দেবাশীষ মন্ডল রা বলেন ,” বিভিন্ন কাজে আমাদের কলকাতা যেতে হয় । অনেক সময় ট্রেনের জন্য কাজ সারা না হলেও চলে আসতে হয় । এরপর থেকে সেই চিন্তা দুর হল । আজকের অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সন্দীপ সিংহ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here