তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ থানার আই সি সরকারি চেয়ারে বসে নির্লজ্জভাবে তৃণমূলের দালালী করে চলেছে।বিজেপির পক্ষ থেকে শুক্রবার কালিয়াগঞ্জ থানার সামনে একটি বিক্ষোভ দেখানোর সময় এই কথাগুলো বলেন বিজেপির নেতা গৌরাঙ্গ দাস।বিক্ষোভে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বর্তমানে কালিয়াগঞ্জ থানা শাসকদলের নির্দেশে কাজ করছে,এখানে কালিয়াগঞ্জ থানার আই সি তৃনমূলের দালালে পরিণত হয়েছে।
শাসকদলের মদতে তারা বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে।বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য বাধ্য করছে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়।বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন তাদের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের বলা হছে তৃণমূল দলে না এলে তাদের ভবিষ্যতে অসুবিধা হবে।
আরও পড়ুন: পাকিস্থানের জাতীয় পতাকা পুড়িয়ে পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদ
বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।এই ভাবে চলতে থাকলে আগামী দিনে বিজেপি বৃহৎ আকারে আন্দোলনে নামবে বলে এক সাক্ষাৎকারে গৌরাঙ্গ বাবু জানান।
তিনি বলেন সম্প্রতি কালিয়াগঞ্জ থানার আই সি কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় যে সমস্ত বিজেপির প্রধান ও উপপ্রধান আছে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে।এর বিরুদ্ধে বিজেপি এদিন বিক্ষোভ দেখায়।কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন,কালিয়াগঞ্জ থানা বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি করছে তা ভিত্তিহীন।কারণ আইনের চোখে সবাই সমান।
তাছাড়া বিজেপি নেতা গৌরাঙ্গ বাবু আমার সম্পর্কে যে মন্তব্য করেছেন তার কোন ভিত্তি নেই।এখানে কোন দলের নির্দেশে কাজ হয় না। এখানে কে কোন দলের সেটা দেখা হয়না।দেখা হয় কোন ব্যক্তি কোন আইন লঙ্ঘন করেছেন কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে সেটা তদন্ত করে উপযুক্ত আইনী ব্যবস্থা শুধুমাত্র করে কালিয়াগঞ্জ থানা।
এদিন বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিত সাহা সহ গ্রাম গঞ্জের থেকে আসা বহু বিজেপি কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584